www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 9, 2025 8:21 pm

কথায় আছে বাবারা সব পারে। সত্যি বাবারা 'শালপ্রাংশ মহাভুজ'। এমনই নিদর্শন দিলো বেঙ্গালুরুর এক বাবা। একহাতে একরত্তি সন্তান, অন্য হাতে অটোর ‘সাবধানী’ স্টিয়ারিং

কথায় আছে বাবারা সব পারে। সত্যি বাবারা ‘শালপ্রাংশ মহাভুজ’। এমনই নিদর্শন দিলো বেঙ্গালুরুর এক বাবা। একহাতে একরত্তি সন্তান, অন্য হাতে অটোর ‘সাবধানী’ স্টিয়ারিং। সোশাল মিডিয়ায় স্ক্রল করার সময় এমন ভিডিও আপনার চোখে পড়েছে কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। বেঙ্গালুরুর সেই অটোচালকের কথাই বলছি। যিনি খুদে কন্যাসন্তানকে নিয়ে এভাবেই রোজকার জীবনযুদ্ধে অসম লড়াই চালিয়ে যাচ্ছেন। ঘটনাটি চোখে পড়তেই স্মার্টফোনের ক্যামেরায় তা ভিডিওবন্দি করেন জনৈক পথচারী। সোশাল মিডিয়ায় পোস্ট করতেই ভিডিওটি ভাইরাল। হু হু করে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ার পাতায় পাতায়।

সম্প্রতি বেঙ্গালুরুর অটোচালকের ভিডিওটি আরও একবার চর্চায় উঠে এসেছে ভারচুয়াল দুনিয়ায়। ইতিমধ্যেই ৬ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন অটোচালকের জীবনযুদ্ধের সেই ভিডিও। ৭০ হাজার নেটানাগরিক ভিডিওটি পছন্দও করেছেন। ভিডিওর পাশাপাশি নেটদুনিয়ার নজর কেড়েছে ছোট্ট ক্যাপশনটিও। যেখানে লেখা, ‘রোজগারের জন্য তিনি অটো চালান, সঙ্গে বয়ে বেড়াচ্ছেন নিজের বেঁচে থাকার উদ্দেশ্যকে।’ অটোচালকের জীবিকা ও সন্তানের প্রতি এই দায়িত্ববোধকে কুর্নিশ জানিয়ে নেটিজেনরা তাঁকে ‘সুপারড্যাড’ তকমা দিয়েছেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *