www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 20, 2024 4:22 am
রাখি (rakha bandhan)

ভাইয়ের হাতে রাখি বাঁধার সময় কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। অত্যন্ত শুভ এই অনুষ্ঠানে ভুলেও এমন কিছু করবেন না, যাতে এর মধ্যে কোনও অশুভ ছায়া পড়ে। রাখি পূর্ণিমার আগের দিন জেনে নিন কোন দিকে মুখ করে বসে ভাইয়ের হাতে রাখি পরাতে হয়।

রাখী। শুধু বাংলা নয়, গোটা দেশ জুড়ে এই উৎসব পান হয়ে আসছে। ভাই-বোনের সম্পর্কের মাঝে এই উৎসব এখন সম্প্রীতির চেহারা নিয়েছে। (Raksha Bandhan) পালিত হতে চলেছে ১১ অগাস্ট বৃহস্পতিবার। প্রাচীন কাল থেকে আমাদের দেশে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি ভাই ও বোনের মধ্যে এই প্রীতির উত্‍সবটি পালিত হয়ে আসছে। এমনকি মহাভারতেও রাখি বন্ধনের উল্লেখ পাওয়া যায়। এদিন বোনেরা ভাইদের হাতে রাখি বা রক্ষাসূত্রে পরিয়ে তাঁদের মঙ্গল কামনা করেন এবং ভাইয়েরা বোনেদের হাতে উপহার তুলে দেন এবং তাঁদের সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন।

ভাইয়ের হাতে রাখি বাঁধার সময় কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। অত্যন্ত শুভ এই অনুষ্ঠানে ভুলেও এমন কিছু করবেন না, যাতে এর মধ্যে কোনও অশুভ ছায়া পড়ে। রাখি পূর্ণিমার আগের দিন জেনে নিন কোন দিকে মুখ করে বসে ভাইয়ের হাতে রাখি পরাতে হয়।

* বোন যখন ভাইয়ের হাতে রাখি পরাচ্ছেন, তখন বোনের মুখ থাকবে পশ্চিম দিকে এবং ভাইয়ের মুখ থাকবে পূর্ব দিকে। না হলে ভাই এবং বোন, উভয়ের উপরেই নেতিবাচক প্রভাব পড়ে।

* রাখি কখনো দাঁড়িয়ে পরাবেন না। রাখি পরার সময় ভাইকে কাঠের পিঁড়ি পেতে দিন। আর বোনেরা নিজেরা বসুন কুশের আসনে।

* রাখি পরানোর সময় ভাই ও বোন উভয়েরই মাথা ঢেকে রাখা উচিত। আর কিছু না পেলে অন্তত একটা রুমাল দিয়ে মাথা ঢাকা দিন।

* প্লাস্টিকের রাখি কখনোই পরানো উচিত নয়। প্রাকৃতিক উপাদানে তৈরি রাখি ভাইয়ের হাতে বেঁধে দিলে তবেই তা শুভ ফল দেয়।

* বাস্তু মতে লাল, কমলা বা হলু রাখি পরানো শুভ। কালো বা নীল রঙের রাখি কখনোই ভাইয়ের হাতে পরাবেন না।

* বদ্ধ ঘরে দরজা জানালা বন্ধ অবস্থায় রাখি পরাবেন না। দরজা জানালা খুলে রাখি পরান। এতে রাখিবন্ধন অনুষ্ঠানের সময় ধরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে।

* বোন রাখি পরালে ভাইকে তাঁর হাতে উপহার তুলে দিতে হয়, এটাই প্রথা। কিন্তু কোনও ছুঁচলো বা কাঁটাযুক্ত জিনিস বোনকে উপহার হিসেবে দেবেন না। এতে নেগেটিভ এনার্জি প্রবাহিত হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *