নিজের স্ত্রীর সঙ্গে নিজের ভাইপোর বিয়ে দিয়ে দিলেন মিথিলার শিবচন্দ্র মুখিয়া। গতনা সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে ভাইপোর অবৈধ সম্পর্ক রয়েছে, এই সন্দেহেই ভাইপোকে বাড়িতে ডেকে মারধর করে জোর করে স্ত্রীর সঙ্গে বিয়ে দেন ওই ব্যক্তি। এই ঘটনায় যাঁরা যুবককে মারধর করেছেন তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বিহারের সুপল জেলার জীবচ্ছাপুরের। গত ২ জুলাই ২৪ বছরের মিথিলেশকুমার মুখিয়ার সঙ্গে রিতা দেবী নামে এক মহিলার জোর করে বিয়ে দেন গ্রামবাসীরা। রিতার স্বামী শিবচন্দ্র মুখিয়া ছিলেন এই বিয়ের অন্যতম উদ্যোক্তা।
তিনিই গ্রামবাসীদের দিয়ে ভাইপোকে মার খাওয়ান। এর পর স্ত্রীর সঙ্গে জোর করে মিথিলেশকুমারের বিয়ে দেন। যুবককে লাঠিপেটা করা এবং কাকিমাকে সিঁদুরদানের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এদিকে মিথিলেশের বাবা রামচন্দ্র মুখিয়ার অভিযোগ, তাঁকে এবং তাঁর স্ত্রীকেও মারধর করেছেন ভাই এবং গ্রামবাসীরা। ভীমপুর থানায় ভাই শিবচন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রামচন্দ্র। অভিযোগপত্রে লেখা হয়েছে, মিথিলেশকে অপহরণ করে বেধড়ক মারধর করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যেহেতু শিবচন্দ্রের সন্দেহ, স্ত্রীর সঙ্গে ভাইপোর অবৈধ সম্পর্ক রয়েছে। জোর করে বিয়ে দেওয়ার কথাও লেখা হয়েছে।