আমাদের দৈনন্দিন জীবনে বহু অপরিহার্য জিনিস আছে। কিন্তু অনেক সময় তা আমরা হাতের কাছে পাই না। তখন হয়তো পরিচিত কারো থেকে তা আমরা নিয়ে থাকি। এই বিষয়ে জ্যোতিষ বলছে, কিছু জিনিস আছে যা কখনো বিনা পয়সায় নিতে নেই। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। এমনকি দারিদ্রতাও আপনার জীবনে নেমে আসবে, কোন কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। জানুন কোন কোন জিনিস কারোর থেকে ধার করা উচিত নয়।
- নুন –
বাস্তুশাস্ত্রে নুনের সঙ্গে শনি গ্রহের সম্পর্ক আছে বলে মনে করা হয়। তাই কারোর কাছ থেকে বিনা পয়সায় নুন নেবেন না। এতে ঋণের বোঝা বাড়তে পারে। আর মানসিক চাপ বাড়বে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। তাই বিনা পয়সায় কারোর থেকে নুন নেবেন না। এতে আপনার জীবনে সমস্যা আসবে। - রুমাল –
কোনও অনুষ্ঠানে কেউ যদি আপনাকে বিনা পয়সাতেও রুমাল দেয়, আপনি তা নেবেন না। এতে তার সঙ্গে অশান্তি বাঁধবে আপনার। তাছাড়া রুমাল কারোর থেকে শুধু নিলে সম্পর্ক নষ্ট হয় । এতে আপনার অর্থহানি হবে। যদি আপনার অন্তত এক টাকা কিংবা দু’ টাকা দিয়ে দেবেন। - পার্স
পার্স কাউকে উপহার দেবেন না । আপনাকে কেউ যদি উপহার দেয়, তাকে কিন্তু পয়সা দেবেন। কারণ এমনি নিলে আপনার অর্থহানি হতে পারে। কোনও কাজে আপনি সফলতা আসবে। ব্যবসার কাজে নানান সমস্যা আসবে। তাই আগেই সাবধান হোন আপনি। - ঘড়ি –
ভুলেও কারোর কাছ থেকে ঘড়ি ধার নেবেন না। এতে আপনার সময় নষ্ট হতে পারে। এতে আপনার খারাপ সময় আসবে। সকল কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এমনকি ভাগ্যের দ্বার খুলবে না আপনার। - দেশলাইয়ের বাক্স –
দেশলাইয়ের বাক্স কখনও কারোর কাছ থেকে বিনা পয়সায় নেবেন না। এতে আপনার ঘরে অশান্তি বাড়বে। আপনার জন্মকুণ্ডলীতে রাহু ক্রমশ দুর্বল হয়ে উঠতে পারে। এমনকি আপনার বাড়িতে ঝগড়া অশান্তি ক্রমশও বাড়বে। তাই আগেই সাবধান হোন আপনি।