প্রতারনার শেষ নেই। প্রতিদিন নিত্য নতুন স্টাইলে ঘটছে প্রতারনা। আর বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের প্রতারনার ফাঁদে পা দিচ্ছে মহিলারা। এবারও ঘটেছে তাই। ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর ক্যাফেতে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুললেন এক যুবক। সম্প্রতি দিল্লিতে নতুন কাজে যোগ দেওয়া ওই যুবক রেডিটে করা এক পোস্টে জানান, শহরে নতুন হওয়ায় ও একাকিত্ব কাটাতেই তিনি একটি ডেটিং অ্যাপে একটি মেয়ের সঙ্গে পরিচিত হন। পোস্টে যুবক লেখেন, শুরুতেই তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন যে কোনও সম্পর্কের আগ্রহ তাঁর নেই। কেবল নতুন শহরে কারও সঙ্গে কথা বলার ও পরিচিত হওয়ার জন্যই দেখা করতে চেয়েছিলেন। কিন্তু মহিলা এখানেই থামতে চায় নি। প্রথমে কিছুটা এগোতে চেয়েছে।
পরে দু’জনে দিল্লির একটি ক্যাফে বা রেস্তরাঁয় দেখা করার সিদ্ধান্ত নেন। যুবকের দাবি, ক্যাফেতে পৌঁছে জায়গাটি তাঁর খুব একটা পছন্দ না হলেও তিনি কথাবার্তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে ওই তরুণী এক গ্লাস রেড ওয়াইন অর্ডার করেন। তবে যুবক মদ্যপান না করায় তিনি কিছুই অর্ডার করেননি। কিছুক্ষণ পর বিল এলে চমকে ওঠেন তিনি—বিলের অঙ্ক ছিল প্রায় ₹১৮ হাজার।রেডিট পোস্টে যুবক জানান, তাঁর মাসিক বেতন মাত্র ₹২৫ হাজার। ফলে এই বিপুল অঙ্কের বিল তাঁর পক্ষে দেওয়া অত্যন্ত চাপের হয়ে দাঁড়ায়। “আমি বিল মিটিয়েছি, কিন্তু ভীষণ অস্বস্তি ও মানসিক চাপের মধ্যে ছিলাম।” ঘটনার পর থেকে নতুন করে কারও সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন বলেও জানান ওই যুবক। পোস্টটি ভাইরাল হওয়ার পর বহু নেটিজেন মন্তব্য করে জানান, এটি একটি পরিচিত প্রতারণা। অনেকেই দাবি করেন, কিছু বার বা ক্যাফে ডেটিং অ্যাপের মাধ্যমে গ্রাহকদের টানতে এমনভাবে মেয়েদের ব্যবহার করে এবং পরে অতিরিক্ত বিল চাপিয়ে দেয়।
