আমরা সকলেই সংসারে শান্তির পথ খোঁজার চেষ্টা করি। শান্তি পাওয়াই মানুষের জীবনের মূল লক্ষ্য। বাস্তুশাস্ত্র জানাচ্ছে প্রত্যেক শনিবার কয়েকটি জিনিস মেনে চললে সংসারে শান্তি থাকবে। বাস্তুশাস্ত্রের মতে –
- কালো জুতো ভুল করেও শনিবার বাড়িতে আনবেন না। তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে সংসারে।
- শনিবার ভুল করেও ছুরি, কাঁচির মতো ধারালো সামগ্রী ভুলেও কিনবেন না। তার ফলে সংসারে অশান্তি হতে পারে। পরিবারের লোকজনের দ্বন্দ্ব হতে পারে। ঘনিষ্ঠ কেউ দুর্ঘটনার শিকারও হতে পারেন।
- কালো পোশাক পছন্দ করেন অনেকেই। তা সে মহিলা হোন কিংবা পুরুষ। যতই পছন্দ করুন না কেন, শনিবার ভুল করেও কালো পোশাক কিনবেন না। কারণ, তা অকারণে দুঃখকে ডেকে আনার মতো।
- শনিবার নুন কেনা মোটেও উচিত নয়। তাতে সংসারে অশান্তি হতে পারে। আর্থিক সমস্যাও দেখা দিতে পারে।
- পরিবারের সুখসমৃদ্ধি চাইলে ভুলেও শনিবার ঝাঁটা কিনবেন না। তাতে লক্ষ্মীকে নাকি অপমান করা হয়।
- সরষের তেল ছাড়া গৃহস্থ বাড়ি চলতে পারে না। তবে ভুলেও শনিবার সরষের তেল কিনবেন না। কাউকে দেওয়াও উচিত নয়। তাতে পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়তে পারেন।
- শনিবার ভুল করেও কালো কালি কিনবেন না। কিংবা কোনও চুক্তিপত্রে স্বাক্ষরেও কালো কালি ব্যবহার করবেন না।
