বছর শেষ। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা সকলেই অপেক্ষা করছি। অনেকেই নতুন বছরের প্রথম দিন বাড়িতে পবিত্র গঙ্গাজল সংগ্রহ করে রাখেন। সেই জল দিয়েই বিভিন্ন পুজো আর্চানার কাজ করেন। কিন্তু সেই পবিত্র গঙ্গার জল কোথায় কিভাবে রাখবেন তা নিয়ে জ্যোতিষ শাস্ত্রের কিছু পরামর্শ আছে – যা আমাদের মেনে চলা উচিত। কি সেই পরামর্শ?
- কখনও মেঝেতে গঙ্গাজল রাখবেন না। অবশ্যই উঁচু কোনও স্থানে গঙ্গাজল রাখুন।
- গঙ্গাজল বহু বাড়িতে প্লাস্টিকের জার কিংবা বোতলে রাখা থাকে। জ্যোতিষশাস্ত্রবিদদের মতে, তা একেবারেই উচিত নয়। তাতে জলের পবিত্রতা নষ্ট হয়। পরিবর্তে গঙ্গাজল কোনও তামা কিংবা রুপোর পাত্রে রাখা উচিত।
- হাত না ধুয়ে কখনও গঙ্গাজলে হাত দেওয়া উচিত নয়। তাতেও সংসারের অমঙ্গল হতে পারে। শুদ্ধ বস্ত্রে হাত, পা পরিষ্কার করে তবেই গঙ্গাজল থাকা পাত্রে হাত দেওয়া উচিত।
- বাড়িতে গঙ্গাজল হয়তো কম রয়েছে। তা পরিমাণে বাড়ানোর জন্য অন্য জলের সঙ্গে মিশিয়ে নেন অনেকেই। ভাবেন হয়তো তাতেই শুদ্ধ হবে জল। বাস্তুশাস্ত্রবিদদের মতে, এই ভাবনা একেবারে ভুল। তাই ভুলেও এই কাজ করবেন না।
