www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

January 16, 2026 8:36 am

ট্রাম্পের চাপে পরে ভারত রাশিয়া থেকে তেল কেনা কিছটা কমিয়েছে।

ট্রাম্পের চাপে পরে ভারত রাশিয়া থেকে তেল কেনা কিছটা কমিয়েছে। সেই কারণেই কি তড়িঘড়ি পুতিন আসছেন ভারতে? ডিসেম্বরেই ভারতে আসছেন পুতিন। বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে এই খবর। রুশ তেল কিনে ইতিমধ্যেই আমেরিকার রোষের মুখে পড়েছে ভারত। এখনও সই হয়নি বাণিজ্য চুক্তি। এরমাঝেই পুতিনের ভারত সফরের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে তাঁর সফরসূচি। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, ডিসেম্বর মাসের চার এবং পাঁচ তারিখ ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এদেশে আসছেন তিনি।

এই সপ্তাহের শুরুতেই ভারতের বিদেশমন্ত্রক পুতিনের সফরের কথা নিশ্চিত করে। দিল্লি এবং মস্কোর মধ্যে বার্ষিক সম্মেলনে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে তাঁর। শুক্রবার বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ৪-৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভারতে রাষ্ট্রীয় সফর করবে।’ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সঙ্গেও দেখা হবে পুতিনের। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, আসন্ন এই সফর ভারত ও রাশিয়ার নেতাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার এবং আঞ্চলিক ও বিশ্বব্যাপী বিভিন্ন বিষয়ে মতামত বিনিময়ের সুযোগ করে দেবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *