www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 13, 2025 5:42 pm

অবস্থানগতভাবে ভারত যে কিছুটা সমস্যায় আছে তাতে সন্দেহ নেই। একদিকে পাকিস্তান ও বাংলাদেশ।

অবস্থানগতভাবে ভারত যে কিছুটা সমস্যায় আছে তাতে সন্দেহ নেই। একদিকে পাকিস্তান ও বাংলাদেশ। অন্যদিকে চিন তো আছেই। এই পরিস্থিতিতেই ২ দিনের সফরে ভুটান গেছেন ভারতের প্রধানমন্ত্রী। দু’দিনের ভুটান সফরে থাকাকালীন অসমের হাতিসারে একটি ইমিগ্রেশন চেকপয়েন্ট অর্থাৎ অভিবাসন কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছে ভারত। ভুটান সরকারের তরফেও ওই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। আর এক প্রতিবেশী নেপাল এখনও রাজনৈতিকভাবে সুস্থির নয়। এই পরিস্থিতিতে ক্ষুদ্র প্রতিবেশী ভুটানের সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর দিচ্ছে নয়াদিল্লি। দুদিনের ভুটান সফরে প্রতিবেশী দেশের জন্য একাধিক বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের রাজা খেসের নামঘিয়াল ওয়াংচুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের থিম্পু সফরের প্রথম দিনে ভারত এবং ভুটান সরকারের মধ্যে ১০২০ মেগাওয়াটের নতুন দ্বিপাক্ষিক জলবিদ্যুৎ প্রকল্পের (পুংটাসাংচু-২) উদ্বোধন হয়েছে।

পাশাপাশি ভুটানকে কম সুদে ৪ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। এরই সঙ্গে ঘোষণা করা হয়েছে অসমের হাতিসার এলাকায় একটি ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি করা হবে। সেই চেকপোস্টের মাধ্যমে ভুটানের পণ্য, ব্যবসায়ী এবং পর্যটকরা অনায়াসে ভারতে আসতে পারবেন। উলটোটাও হবে। যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আদানপ্রদান বৃদ্ধি পাবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *