বুধবার দিঘার জগন্নাথ মন্দিরে দেখা গেলো জনজোয়ার। উপলক্ষ রাস উৎসব। কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে ওই উৎসবে। ভোর থেকেই শুরু হয়েছে মঙ্গলারতি ও রাস উৎসবের বিশেষ পুজো। সকাল থেকেই মন্দির চত্বর সেজে উঠেছে নয়া সাজে—রকমারি ফুল, অভ্যন্তরীণ আলোকসজ্জা ও ভক্তি সংগীতের সুরে মুখরিত হয়েছে গোটা পরিবেশ। দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এসে ভিড় জমিয়েছেন জগন্নাথ ধামে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে ভগবানের দর্শনে হাজির হয়েছেন। রাস উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বরে ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। সকাল থেকেই চলেছে ভজন, কীর্তন ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।
এবছর প্রথম রাস উৎসব উপলক্ষে দিনভর রয়েছে একাধিক কর্মসূচি। সকালে মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠান, দুপুরে ভগবানের অভিষেকের। এরপর জগন্নাথ, বলভরাম ও সুভদ্রাকে পরানো হয় নতুন বস্ত্র ও অলঙ্কার। পুজারীরা নিষ্ঠা ও ভক্তিভরে সম্পন্ন করেন ভোগ প্রস্তুতি ও পুজো অর্চনা। ভোগের মেনুতেও রয়েছে এলাহী আয়োজন। মন্দির প্রাঙ্গণে ভক্তি গীত, ভজন ও শাস্ত্রীয় নৃত্যের আয়োজন মন কেড়েছে সকলের। সকাল থেকে মন্দির চত্বর ছিল উপচে পড়া ভিড়ে। জগন্নাথ ধামে প্রথমবারের রাস উৎসব দেখতে দূরদূরান্ত থেকে মানুষ এসে ভগবানের দর্শন করেন।
