তিথি অনুযায়ী কালীপুজো কবে? – ২০ না ২১ অক্টোবর?
এই বছর কালীপুজোর তারিখ নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। কখন থেকে অমাবস্যা শুরু হচ্ছে, তা নিয়েও রয়েছে ধন্দ। আসুন দেখে নেওয়া যাক, এই বিষয়ে কী জানাচ্ছে পঞ্জিকা।
- কালীপুজো ২০ না ২১ অক্টোবর? কালীপুজো মূলত নিশীথকালে বা মধ্য রাতে করা হয়। যেহেতু ২০ অক্টোবর দিবাগত রাতেই অমাবস্যা তিথি মধ্যরাত্রিকে স্পর্শ করছে, তাই ২০ অক্টোবর রাতেই পূজিত হবেন মা কালী। আসলে ২০ অক্টোবর কার্তিক অমাবস্যা তিথি শুরু হচ্ছে। ২১ অক্টোবর শেষ হচ্ছে সেই তিথি। সেই কারণেই দিন নিয়ে এই সংশয়। তবে কখন অমাবস্যা তিথি শুরু ও কখন শেষ? এই বিষয়ে ভিন্ন ভিন্ন পঞ্জিকামত রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, কী জানাচ্ছে পঞ্জিকা। ১) বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তিথি ও শুভক্ষণ
কালীপুজোর তারিখ: ২০ অক্টোবর, ২০২৫, সোমবার।
অমাবস্যা তিথি শুরু: ২০ অক্টোবর, সোমবার, দুপুর ৩টে ৪৫ মিনিটে। অমাবস্যা তিথি শেষ: ২১ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৫টা ৫৪ মিনিট। পুজোর শুভক্ষণ (নিশীথকাল): ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে শুরু হয়ে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত। মোট ৫০ মিনিট পুজোর শুভ সময়। ২) গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী তিথি ও শুভক্ষণ কালীপুজোর তারিখ: ২০ অক্টোবর, ২০২৫, সোমবার।
অমাবস্যা তিথি শুরু: ২০ অক্টোবর, সোমবার, দুপুর ২টো ৫৭ মিনিটে।
অমাবস্যা তিথি শেষ: ২১ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৪টে ২৬ মিনিটে।