www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 8, 2025 10:43 am

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ। এবার ঘরে ঘরে লক্ষ্মীপুজোর পালা। শুরু হয়ে গেছে লক্ষ্মীপুজোর প্রস্তুতি

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ। এবার ঘরে ঘরে লক্ষ্মীপুজোর পালা। শুরু হয়ে গেছে লক্ষ্মীপুজোর প্রস্তুতি। এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে আগামী ৬ অক্টোবর, সোমবার৷ সেদিন গৃহস্থের ভদ্রাসনে পুজো করা হবে দেবী লক্ষ্মীর৷ ৫ অক্টোবর রবিবার রাতেই শুরু হচ্ছে পূর্ণিমা৷ রবি এবং সোমের সন্ধিক্ষণে রাত ১২.২৩ মিনিটে শুরু হবে কোজাগরী পূর্ণিমা তিথি৷ এই পুণ্যতিথি থাকবে মঙ্গলবার, ৭ অক্টোবর সকাল ৯.১৬ পর্যন্ত৷ অর্থাৎ ৬ অক্টোবর সোমবার সূর্যোদয় থেকে শুরু করে অহোরাত্র কোজাগরী পূর্ণিমা তিথি থাকবে৷

প্রত্যেক বাড়ি তথা পরিবারের প্রচলিত নিয়ম অনুসারে কোজাগরী লক্ষ্মীপুজো করা হয়৷ মনে করা হয় এই তিথিতে দেবীর লক্ষ্মীর পুজো করলে ধনসম্পদে ভরে থাকে গৃহস্থের সংসার৷ ‘কোজাগরী’ শব্দের অর্থ ‘কে জাগে রে’৷ এই তিথিতে প্রদোষে বা সন্ধ্যাবেলায় দেবীর পুজো করাই প্রচলিত৷ রাত জেগে দেবী লক্ষ্মীর আবাহন তথা আরাধনাই প্রচলিত নিয়ম৷

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *