দুর্গাপুজো শুধু বাঙালির শ্রেষ্ঠ উৎসব নয়, এই উৎসব বাঙালির খুবই পবিত্র উৎসব। মানুষ সারা বছর অপেক্ষা করেন এই পুজোর দিনগুলোর জন্য। পুজোর একমাস আগে থেকেই বাংলার ঘরে ঘরে যেন এক বিশেষ আবহ তৈরি হয়। এই সময় বাড়িতে শুভ শক্তি বজায় রাখতে হলে মেনে চলা প্রয়োজন কিছু নিয়ম। কী করবেন?
- ঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা – দুর্গাপুজোর আগে ঘরদোর পরিষ্কার করা এক দীর্ঘকালীন প্রথা। বিশ্বাস করা হয়, অশুভ শক্তি ও স্থবিরতা ঘরে জমে থাকে ধুলো, জঞ্জাল ও অস্বচ্ছতায়। তাই পুজোর আগে ঝাড়পোঁছ, অব্যবহৃত জিনিসপত্র দান করা এবং ঘরে হাওয়া-আলো থাকলে শুভ শক্তি বজায় থাকে।
- প্রদীপ ও ধূপ জ্বালানো – প্রতিদিন সকালে ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এবং ধূপ বা আগরবাতি ব্যবহার করা ঘরে পবিত্রতা আনে। আলোকে শক্তির প্রতীক ধরা হয়, আর সুগন্ধি ধোঁয়া পরিবেশকে অশুভ শক্তি থেকে রক্ষা করে।
- ভগবতী দুর্গার নামস্মরণ ও পাঠ – এই সময়ে নিয়মিত চণ্ডীপাঠ, দুর্গা স্তোত্র বা দেবী মহাত্ম্যম পাঠ করা অত্যন্ত শুভ। সময় না পেলে অন্তত প্রতিদিন সকালে ‘ইয়া দেবী সর্বভূতেষু’ স্তোত্র উচ্চারণ করলে ঘরে ইতিবাচক শক্তির বিকিরণ ঘটে।
- তুলসী পূজা – বাড়িতে তুলসী গাছ থাকলে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এছাড়া মানি প্ল্যান্ট, অশোক, বা শ্বেতপুষ্পী গাছও ইতিবাচক শক্তি টানে বলে বিশ্বাস করা হয়।
- দেবীকে ভোগ নিবেদন করুন – সপ্তাহে অন্তত একদিন দেবীর উদ্দেশে ভোগ নিবেদন করলে পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। ফল, মিষ্টি বা অন্নভোগ হতে পারে, মূল বিষয় হল ভক্তিভাব।