আজ, শুক্রবার কৌশিকী অমাবস্যা। বীরভূমের তারাপীঠে আজ প্রায় ৫ লক্ষ মানুষ পুজো দেবেন। কিন্তু তার পাশেই মুর্শিদাবাদের তারা মায়ের মন্দিরেও আজকে ভক্তের ঢল নামবে। মন্দির কমিটির সদস্যদের দাবি, এ বছর কৌশিকী অমাবস্যাতে বহু ভক্ত সমাগম হবে। গত বছর এই প্রতিমা প্রতিষ্ঠিত হয়। ফলে এ বছর বিশেষ পুজো হবে কৌশিকী অমাবস্যায়। বর্তমানে নিত্যপুজো হয়। সকালে ও সন্ধ্যায় নিত্যসেবা আরতি করা হয়। প্রতি অমাবস্যাতে দেওয়া হয় বিশেষ পুজো। ফলে কৌশিকী অমাবস্যাতেও হবে মা তারার পুজো।
ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। শাক্ত মতে যাঁরা দেবীর পুজো করেন, তাঁদের জন্য কৌশিকী অমাবস্যার রাত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তারাপীঠে এদিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়। সাধক ব্যামাক্ষ্যাপাও কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধিলাভ করেছিলেন। তাই কৌশিকী অমাবস্যাতে ঘুরে আসুন এই মন্দিরে, মনস্কামনা পূর্ণ হবে আপনার। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বিশ্রামতলাতে অবস্থিত এই মা তারার মন্দির। কৌশিকী অমাবস্যায় ঘুরে আসুন এই মন্দিরে।