হিন্দুদের কাছে অশ্বত্থ গাছ খুবই পবিত্র ও ঈশ্বরিক গুণ সম্পন্ন। তাই হিন্দুরা এই গাছকে দেবতা হিসাবে গন্য করে এসেছে। অনেকেই বিশ্বাস করেন যে, এই গাছে ত্রিদেব (ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর)-এর উপস্থিতি রয়েছে। যার ফলে বহু আচার-অনুষ্ঠান, পূজা বা মানত পূরণের সময় অশ্বত্থ গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। লাল সুতো বাঁধার রীতি তারই একটি অংশ, যা মূলত শুভ শক্তি ডেকে আনে ও অশুভ শক্তি নাশের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
জেনে নিন জ্যোতিষশাস্ত্র মতে অশ্বত্থ গাছে লাল সুতো বাঁধলে কী হয়?
- মানত পূরণে সহায়ক – অশ্বত্থ গাছে লাল সুতো বাঁধা মানে মানত বা ইচ্ছে ব্যক্ত করা। বিশ্বাস করা হয়, এতে ঈশ্বর সেই ব্যক্তির মানত পূরণ করেন।
- অশুভ শক্তি দূর হয় – লাল রঙ শক্তি, সাহস ও সুরক্ষার প্রতীক। অশ্বত্থ গাছে লাল সুতো বাঁধলে নেতিবাচক শক্তি বা দোষ থেকে রক্ষা পাওয়া যায়।
- শনি দোষ কমায় – জ্যোতিষশাস্ত্র মতে, অশ্বত্থ গাছ শনিদেবের সঙ্গে যুক্ত। তাই লাল সুতো বাঁধলে শনি সংক্রান্ত কষ্ট কমে।
- সন্তান সুখ বৃদ্ধি পায় – অনেকের বিশ্বাস অশ্বত্থ গাছে প্রদক্ষিণ করলে ও লাল সুতো বাঁধলে সন্তান লাভের যোগ বৃদ্ধি হয়।
- সম্পর্কে স্থায়িত্ব আসে – বিবাহিত দম্পতিরা একসঙ্গে অশ্বত্থ গাছে সুতো বাঁধলে দাম্পত্য জীবনে শান্তি ও স্থায়িত্ব আসে বলে ধারণা করা হয়।
- সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায় – অশ্বত্থ গাছকে ‘অক্ষয় বৃক্ষ’ বলা হয়। তাই এতে সুতো বাঁধলে সংসারে সমৃদ্ধি ও শুভ শক্তির প্রবাহ বাড়ে। অশ্বত্থ গাছে লাল সুতো বাঁধা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত শুভ একটি প্রতীকী আচার বলে বিবেচিত হয়। এটি শুধু ধর্মীয় বিশ্বাসই নয়, মানুষের মনে আশা ও ইতিবাচক শক্তিও জাগায়।