পাকিস্তানের ইতিহাসে অবশ্য এটা নতুন কিছু নয়। সকলের বিশ্বাস পাকিস্তানের গণতন্ত্র এখনও ততটা সাবালক হয়ে উঠতে পারেনি। আয়ুব খান, ইয়াহিয়া খান থেকে পারভেজ মুশারফ। পাক সেনাপ্রধান থেকে দেশের গদিতে বসে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এমন শাসকের সংখ্যাটা কিন্তু মোটেও কম নয়। সেই তালিকায় কি এবার নাম লেখাতে চলেছেন আসিম মুনিরও? সেই সম্ভাবনাই ফের প্রকট হয়ে উঠেছে পাকিস্তানে। সেদেশের রাজনৈতিক মহলে কান পাতলেই জল্পনা শোনা যাচ্ছে, আসিফ আল জারদারিকে সরিয়ে এবার নাকি রাষ্ট্রপতির মসনদ দখল করতে পারেন আসিম মুনির।
যদিও সেই জল্পনা মানতে একেবারেই নারাজ পাক সেনাপ্রধান। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি আমেরিকা সফর সেরে দেশে ফেরার সময় বেলজিয়ামের ব্রাসেলসে পাকিস্তানের এক সংবাদমাধ্যমের প্রতিনিধিকে সাক্ষাৎকার দিয়েছেন মুনির। ‘রাষ্ট্রপতি হতে চান’ এই জল্পনা উড়িয়ে মুনির জানিয়েছেন, “কোনওদিনই আমার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আজও নেই। আমি দেশের সেবক মাত্র। ঈশ্বর আমাকে দেশকে রক্ষার দায়িত্ব দিয়েছেন। এর থেকে বেশি কোনও কিছুই আশা করি না।” কিন্তু পাকিস্তানের আকাশে বাতাসে তেমনই গন্ধ অনেক কূটনীতিক পাচ্ছেন।