আধ্যাত্মিকতার সঙ্গে দিন দিন সম্পৃক্ত হচ্ছেন বিরাট কোহলি। অনুষ্কা শর্মা তাঁর জীবনে আসার পর তিনি বেশি আধ্যাত্মিকতায় বিলীন হয়েছেন। এ কথা কোহলি নিজেই অতীতে জানিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলি পৌঁছে গিয়েছিলেন বৃন্দাবনে। সঙ্গে ছিলেন অনুষ্কা শর্মা। বিরুষ্কা জুটি পৌঁছে গিয়েছিলেন প্রেমানন্দ মহারাজের আশ্রমে।
এ বার আইপিএলের প্লে অফের আগে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা পৌঁছে গেলেন অযোধ্যায়। সেখানে তাঁরা রাম মন্দির ও হনুমান গড়ি মন্দিরে পুজো দিয়েছেন।
সংবাদসংস্থা এএনআইয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ভক্তিভরে হাতজোড় করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার রাম মন্দির ও হনুমান গড়ি মন্দিরে পুজো দেওয়ার ছবি ও ভিডিয়ো। তেমনই এক ভিডিয়োতে দেখা যায়, বিরাট ও অনুষ্কার পুজো দেওয়া হলে সেখানকার পুরোহিত তাঁদের গলায় মালা পরিয়ে দেন। শুধু গলাতে মালাই নয়, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কপালে পুজোর পর তিলক কেটে দেন পুরোহিত। পরে তাঁদের হাতে বজরংবলীর একটি মূর্তি তুলে দেন মন্দিরের দুই পুজারী।