টাকা ভালোই রোজগার করছেন, কিন্তু কিছুতেই টাকা রাখতে পারছেন না। সব শেষ হয়ে যাচ্ছে। বাস্তুশাস্ত্র মনে করে এর প্রধান কারণ বাস্তুদোষ। বাস্তুশাস্ত্র মতে, এর পেছনে বাস্তু দোষ থাকতে পারে। তাঁদের মতে, জীবনের আর্থিক স্থিতিশীলতার জন্য বাস্তু অনুযায়ী কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। বাস্তুর নিয়ম অনুযায়ী, পার্স বা মানিব্যাগে কয়েকটি নির্দিষ্ট বস্তু রাখলে অর্থনৈতিক উন্নতি সম্ভব। সেগুলি কী কী?
* চাল – – বাস্তুশাস্ত্র অনুযায়ী, কয়েকটা চাল পার্সে রেখে দিলে বাড়তি খরচ কমতে পারে, সঞ্চয় বাড়তে পারে।
- সোনা ও রুপোর কয়েন- প্রথমে লক্ষ্মীদেবীর পায়ে সোনা ও রুপোর কয়েন নিবেদন করতে হবে তারপর সেই মুদ্রা পার্সে রাখলে আর্থিক সমস্যা থেকে রেহাই পাওয়া যেতে পারে।
- লাল রঙের কাগজ- পার্সে একটি লাল রঙের কাগজের টুকরো নিজের ইচ্ছে বা লক্ষ্য কী, তা লিখে রেখে দিলে আর্থিক সমস্যা মিটতে পারে। বিশ্বাস করা হয় পার্স কখনও খালি হয় না এতে এবং ধনলাভ হয়।
- লক্ষ্মীর প্রতিকৃতি- মা লক্ষ্মীকে ধন-সম্পদের অধিষ্ঠাত্রী দেবী বলে মানা হয়। বসে থাকা ভঙ্গিতে মা লক্ষ্মীর একটি ছোট ছবি পার্সে রাখলে অর্থের ঘাটতি কখনও হয় না। উপরের নিয়মগুলি মেনে চললে আর্থিক সমস্যা মিটতে পারে, অর্থলাভও হতে পারে। তবে, যেকোনও কিছু করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে, বিশেষজ্ঞের মতামত নিয়ে করা ভাল।