www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

May 2, 2025 12:07 pm

এল ডোরাডো বিশ্ব বিখ্যাত তার স্বর্ণখনির জন্য। GSI গবেষণা এখনো বলছে ওড়িশার মাটির নিচে আছে প্রচুর সঞ্চিত সোনা।

এল ডোরাডো বিশ্ব বিখ্যাত তার স্বর্ণখনির জন্য। GSI গবেষণা এখনো বলছে ওড়িশার মাটির নিচে আছে প্রচুর সঞ্চিত সোনা।
তাই বলা হচ্ছে, এবার জগন্নাথভূমি ওড়িশা যেন হয়ে উঠেছে এল ডোরাডো! রাজ্যের বিভিন্ন জেলায় মিলল সোনার খনির হদিশ। যা নিয়ে রীতিমত হইচই শুরু হয়েছে। সব মিলিয়ে এই স্বর্ণ ভাণ্ডারে সমৃদ্ধ জেলাগুলোর সংখ্যা ১৮টি হবে। সম্প্রতি জিওলজিক্যাল সার্ভের গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। জানা গিয়েছে, ওড়িশার ভূতাত্ত্বিক বিভাগের সাহায্যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) একটি মানচিত্র তৈরি করে। যার সাহায্যে খনিজ সম্পদে সমৃদ্ধ স্থানগুলোর উপর নানা গবেষণা চালানো হচ্ছে। সেই গবেষণাতেই মিলেছে মাটির নিচে থাকা সোনার হদিশ।

অদূর ভবিষ্যতে যদি এই সোনা উত্তোলন করা সম্ভব ব্য, তাহলে ভারতীয় অর্থনীতির দ্রুত বিকাশ ঘটবে। উল্লেখযোগ্যভাবে, কেওনঝার জেলার আরাডাঙ্গি, ডিমিরমুদা, তেলকোই, গোপুরা, গজাইপুর, সালেইকানা, সিংপুর এবং কুশকলায় সর্বাধিক পরিসরে এহেন খনি খুঁজে পাওয়া গিয়েছে। এছাড়াও, ময়ূরভঞ্জ জেলার সুলাইপাত, সুরুদা, জশিপুর এবং সুরিয়াগুদা এলাকায় বিপুল পরিমাণে সোনার হদিশ মিলছে। এছাড়া খনিজ সমৃদ্ধ কেওনঝার জেলায় হাই গ্রেডের প্ল্যাটিনামেরও সন্ধান পেয়েছেন গবেষকরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *