সমাজমাধ্যমে এক্সে পোস্ট করা হয়েছে ভিডিওটি। ক্যাপশানে লেখা হয়েছে, “দেখুন, এই বয়সেও মানুষটি কতটা সাবলীল এবং ফ্লেক্সিবল! অসাধারণ।” মানুষটির নাম আসলে রাজীব ডিএস চৌহান। তিনি ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল। কিন্তু চাকরি থেকে অবসর মানেই যে জীবন থেকে অবসর নয় বুঝিয়ে দিয়েছেন রাজীব। ফলে ষাটোর্ধ্ব বয়সেও ফিটনেসের সঙ্গে আপস করেননি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, খালো গা, কালো সোয়েটপ্যান্ট পরা রাজীব ঘাম ঝরিয়ে কিকবক্সিং করছেন। চোখে পড়ে তাঁর শক্তপোক্ত পেটানো শরীর। যদিও টাক মাথা, চোখে চশমা।
বেশি বয়সি ফিটনেসের পাশাপাশি অনেকটাই মহাত্মা গান্ধীর দেখতে হওয়ায় নেটিজেনরা তাঁকে দেখতে হামলে পড়ছে। মজার সব প্রতিক্রিয়াও দিচ্ছেন তারা। একজন লিখেছেন, এটাই ব্রিটিশদের দেশ ছাড়ার আসল কারণ। আরেক নেটিজেনের মন্তব্য—“মোহনদাস পরাক্রমচাঁদ গান্ধী।” একজনের মন্তব্য ছিল, “এটা গান্ধীজির প্ল্যান বি হতে পার যদি অহিংসা নীতি কাজ না করত।” আরও একজন লেখেন, “আমি তো ভেবেছিলাম উনি অহিংসার পূজারী।”
