www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 2, 2025 11:11 am

বিশ্বের তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। মাটির তলার জল ফাঁকা হয়ে যাচ্ছে।

বিশ্বের তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে। মাটির তলার জল ফাঁকা হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভূবিজ্ঞানীরা একটা ভয়ঙ্কর খবর সামনে আনলেন। বিশ্বের প্রথম শহর হিসেবে জলশূন্য হয়ে যাবে আফগানিস্তানের রাজধানী কাবুল। এক মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই আশঙ্কা করা হয়েছে। কাবুলে বাস ৬০ লক্ষ মানুষের। স্বাভাবিক ভাবেই এহেন পরিস্থিতিতে সতর্ক আফগান সরকার। চেষ্টা চলছে পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার। কিন্তু আর্থিক সংকটে সেটাও কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। ফলে জল নিয়ে বিবাদও এক নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে পরিস্থিতি এমন জলাধার ভর্তি করা হলে ভরার দ্বিগুণ গতিতে যেন সেটা খালি হয়ে যায়।

এদিকে তালিবানের পকেটের যা অবস্থা তাতে জলসংকট কাটিয়ে উঠতে নিকটবর্তী বাঁধ কিংবা নদী থেকে জল আনাও সম্ভব হচ্ছে না। ফলে আধুনিক জনপদের মধ্যে এই প্রথম কোনও জনপদ একেবারে জলশূন্য হয়ে ওঠা স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। সবচেয়ে বেশি পাঁচ বছরের মধ্যেই এমনটা হতে পারে। ফলে জল নিয়ে বিবাদও এক নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠছে। ‘মার্সি কর্পস অর্গানাইজেশনে’র এক রিপোর্টে মাস দুয়েক আগেই এই আশঙ্কার কথা জানিয়েছিল। কাবুলে ভূগর্ভস্থ জল গত এক দশকে নেমে গিয়েছে ৩০ মিটার। অর্ধেকের বেশি কুয়োয় জলের ছিঁটেফোটাও নেই। অথচ সেখানকার জলের প্রধান উৎসই কিন্তু কুয়ো। ফলে জনজীবনেও এর ছাপ পড়তে শুরু করেছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *