বাস্তু নিয়ম মেনে অনেকেই সাধের বাগানে গাছ গালান। ফ্ল্যাটের একচিলতে বারান্দায় সুন্দর সুন্দর গাছ লাগিয়ে নিজের সখ পূরণ করেন। তুলসী তো থাকেই, থাকে মানি প্ল্যান্টও। এছাড়া অ্যালোভেরা গাছও অনেকে লাগান। অ্যালোভেরা গাছ সাধারণত রূপচর্চার কাজে লাগে, এমন ধারণায় একটি টবে যত্ন করে বড় করেন। অ্যালোভেরা শুধু সৌন্দর্য বৃদ্ধিতেই নয়, বাস্তু নিয়ম অনুসারে অ্যালোভেরাতে যেমন রয়েছে ঔষধি গুণ, তেমনি কেটে যায় বাস্তুদোষ। বাড়ির কোনদিকে রাখলে বিশেষ উপকার হয়, তা জেনে নিন।
স্বাস্থ্যের দিক থেকে অ্যালোভেরার রয়েছে অসংখ্য উপকারী গুণ। এর বৈশিষ্ট্যের কারণে, অ্যালোভেরা গাছ প্রায় প্রতিটি বাড়িতে দেখতে পাওয়া যায়। অ্যালোভেরার ব্যবহার শুধু মুখেই উজ্জ্বলতা ফুটে আস তাই নয়, বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে যদি অ্যালোভেরার গাছ লাগানো হয় তাহলে সুদিনও ফেরে।
অ্যালোভেরা কোথায় ও কোন দিকে রাখবেন?
বাস্তু মতে, অ্যালোভেরা গাছটি যদি সঠিক দিকে রোপণ করা হয়, তাহলেই পাবেন অনেক উপকার। কর্মক্ষেত্রে উন্নতির জন্য বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরার গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকেও অ্যালোভেরার গাছ লাগাতে পারেন। তবে বাস্তু যদি মেনে চলেন তাহলে দক্ষিণপূর্ব দিক হল অ্যালোভেরা লাগানোর জন্য উপকারী। অন্যদিকে, বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরার গাছ লাগালে মনে সুখ ও শান্তি বয়ে আসে।