বাংলার ঘরে ঘরে শুরু হয়ে গেছে বাগদেবী সরস্বতীর আরাধনা। ইতিমধ্যে মূর্তিও এসে গেছে। মূর্তি স্থাপনের আগে আসুন আমরা জেনে নিই ঘরের কোন দিকে কিভাবে মূর্তি স্থাপন করা উচিত ও অন্যান্য কিছু নির্দিষ্ট নিয়ম।
- বাড়ির উত্তর এবং উত্তর-পূর্ব দিকে রাখতে পারেন। কারণ, ওই দু’দিক জ্ঞান এবং ইতিবাচক শক্তির আধার হিসাবে বিবেচিত হয়। তাই ওই কোণে সরস্বতীর মূর্তি কিংবা ছবি স্থাপন অত্যন্ত শুভ। শিশুর ভবিষ্যতের কথা ভেবে এই দুই কোণে বিগ্রহ স্থাপন করুন।
- দেবী মূর্তি কিংবা ছবি নিচু স্থানে রাখবেন না। মাটি থেকে কিছু উঁচুতে রাখতে হবে। বাড়িতে কখনই দাঁড়ানো ভঙ্গিতে সরস্বতী বিগ্রহ পুজো করবেন না
- অবশ্যই পদ্মফুলের উপর বসে থাকা সরস্বতীর মূর্তি কিংবা ছবি বেছে নিন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, সরস্বতীর মৃন্ময়ী রূপ যেন শান্ত ও স্নিগ্ধ হয়, সেদিকে খেয়াল রাখুন।
- কোনওভাবে ক্ষতিগ্রস্ত সরস্বতী মূর্তি কিংবা ছবি বাড়িতে রাখবেন না। তাতে বাড়িতে নেতিবাচক শক্তির ছায়া পড়তে পারে।
- বিগ্রহের সামনে বই, কলম, ডায়েরি কিংবা বাদ্যযন্ত্র রাখতে পারেন। তা অত্যন্ত শুভ।
- পুজোর আগে অবশ্যই জায়গাটি পরিষ্কার করে নিতে হবে।
- দেবী সরস্বতীকে সাদা কিংবা হলুদ ফুল অর্পণ করুন। এই দিনটি কেবল পুজোর দিন নয়, বরং ঋতুরাজ বসন্তের শুভাগমন বার্তা। বসন্ত পঞ্চমী থেকেই প্রকৃতির রূপ বদলাতে শুরু করে। মনে করা হয়, এই দিনেই দেবী সরস্বতীর আবির্ভাব ঘটেছিল। তাই বাগদেবীর পাশাপাশি এদিন গণেশ, লক্ষ্মী ও বাদ্যযন্ত্রেরও পুজো করা হয়। এদিন থেকেই শীতের প্রকোপ কমে বসন্তের হালকা হাওয়ার ছোঁয়া লাগে।
