www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 13, 2025 8:34 pm

প্রেম বহুমাতৃক। বিচিত্র পথে তার গমন। তাই বলে শ্বশুরের সঙ্গে পুত্রবধূর প্রেম কিন্তু শোনা যায় নি

প্রেম বহুমাতৃক। বিচিত্র পথে তার গমন। তাই বলে শ্বশুরের সঙ্গে পুত্রবধূর প্রেম কিন্তু শোনা যায় নি। উঃ ২৪ পরগনার দেগঙ্গায় তাই ঘটেছে। স্বামীর মৃত্যুর পর থেকেই একাকী হয়ে পড়েছিলেন আর্জিনা বিবি (নাম পরিবর্তিত)। ওদিকে ভরা সংসার থাকলেও স্ত্রী মৃত্যুর পর থেকে সঙ্গীর অভাবে জীবনটা একেবারে বিষাদময় হয়ে উঠেছিল বছর পঞ্চাশের কাকাশ্বশুর জামাল খাঁ-র (নাম পরিবর্তিত)। শেষে শ্বশুর-বউমার চার হাত এক হয়ে একাকীত্ব ঘুচল দু’জনের। তবে এই পথ খুব একটা মসৃণ ছিল না।

পারিবারিক বাধা এসেছিল। তবু বৃহস্পতিবার দেগঙ্গার বেড়াচাঁপা এলাকার দুই মানব-মানবী সেসব উপেক্ষা করে যেভাবে নিজেদের দ্বিতীয় বসন্তে ভাসলেন, তা তারিফযোগ্য! তাঁদের বিয়ের কথা চাউর হতেই চর্চা শুরু হয়েছে পাড়ার মোড় থেকে চায়ের দোকান সর্বত্র। এমনও হয়? কারও কারও মুখে বিস্ময়। আবার কেউ ছিছিক্কার করতেও পিছপা হচ্ছেন না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্পর্কে কাকা-শ্বশুর বছর পঞ্চাশের জামাল খাঁ’র (নাম পরিবর্তিত) ভরা সংসার। ছেলে, বউমা, নাতি সকলেই রয়েছে। তবুও বছর তিন আগে স্ত্রীর মৃত্যুর পর থেকেই একাকী সে। এরপরই মধ্যে বছর দুই আগে মৃত্যু হয় ভাইপোর। তার পরেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *