ভারতীয় জ্যোতিষশাস্ত্র বহু প্রাচীন ও গবেষণালব্ধ। ভারতীয় জ্যোতিষ মনে করে যে গ্রহর অবস্থানের উপর মানুষের ভাগ্য অনেকটাই নির্ভর করে। আজ ২৮ অক্টোবর শুক্র স্থান পরিবর্তন করে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। যদিও বেশি দিন থাকবে না। ৭ নভেম্বর শুক্র পুনরায় নিজের স্থান পরিবর্তন করবে। এর ফলে চার রাশির জীবনে বিরাট পরিবর্তন দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এত শঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। খারাপ কিছু হওয়ার আশঙ্কা প্রায় নেই বললেই চলে।
কোন ৪ রাশি?
- বৃষ – : ২৮ অক্টোবরের পর থেকে বৃষ রাশির সৌভাগ্যের দ্বার খুলে যাবে। তবে কথাবার্তা বুঝেশুনে বলতে হবে, না হলে মুশকিলে পড়তে পারেন। কর্মক্ষেত্রে সবাই আপনার কাজের প্রশংসা করবেন। অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। বিলাসবহুল জীবন কাটাতে পারবেন। সম্পর্কক্ষেত্রেও সুখের রং লাগতে পারে।
- তুলা: শুক্রের নক্ষত্র পরিবর্তনের পর থেকেই সুসময় শুরু হবে তুলা রাশির জাতক-জাতিকাদের। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে যে কোনও কঠিন সিদ্ধান্ত সহজেই নিয়ে নিতে পারবেন। অর্থলাভের সুযোগ পাবেন, সজাগ থাকা বাঞ্ছনীয়। না হলে পস্তাতে হবে। মনের মানুষের সঙ্গে বিয়ের যোগ রয়েছে।
- মেষ: শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে ভালই হবে। চিন্তার কোনও কারণ নেই। অর্থলাভের নতুন সুযোগ পাবেন। ঠিকমতো কাজ করলে পদোন্নতিও হতে পারে। সম্পর্কের জট কেটে যাবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। পরিবারে সুখের সময় কাটবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভের মুখ দেখতে পাবেন।
- বৃশ্চিক: চিত্রা নক্ষত্রে শুক্রের প্রবেশের ফলে সর্বাধিক লাভবান হবেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা। বহু দিন ধরে আটকে থাকা টাকা পেয়ে যেতে পারেন। বহু দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পর্কক্ষেত্রের বিভিন্ন সমস্যা ধীরে ধীরে বিদায় নেবে। শুরু হবে মধুর সময়। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন।
