www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 16, 2025 3:11 pm

ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে জন্মাষ্টমী তিথি পালন।

ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে জন্মাষ্টমী তিথি পালন। হিন্দুদের কাছে এই তিথি খুবই পবত্র। মথুরা ও বৃন্দাবন-সহ ভারতজুড়ে পালিত হয় জন্মাষ্টমী। শ্রীমদ্ভাগবত পুরাণ অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। মধ্যরাতে রোহিনী নক্ষত্রে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে ধরাধামে আবির্ভূত হন তিনি। হিন্দু বিশ্বাস অনুসারে, শ্রীকৃষ্ণ পৃথিবীতে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য জন্মগ্রহণ করেছিলেন। তাই, এই দিনটি হিন্দুদের কাছে খুবই পুণ্য তিথি। এই তিথিতে শ্রীকৃষ্ণের পুজো করলে একই সঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। কিন্তু এবছর ঠিক কবে পড়েছে জন্মাষ্টমী? ঠিক কোন সময় করবেন গোপালের আরাধনা!

  • কবে পড়েছে জন্মাষ্টমী?
    ২০২৫ সালের জন্মাষ্টমী পড়েছে ১৫ আগস্ট, শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে। অষ্টমী থাকবে ১৬ আগস্ট, শনিবার রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত।
  • পুজোর শুভ মুহূর্ত
    কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ মুহূর্ত থাকবে ১৬ আগস্ট রাত্রি ১২টা ৪ মিনিট থেকে রাত ১২টা ৪৭ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গোপালের পুজো করলে সবচেয়ে শুভ ফল পাওয়া যাবে।
  • জন্মাষ্টমীর পুজোবিধি
    ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান সারুন। শুদ্ধ জামাকাপড় পরে পুজোর স্থান পরিষ্কার করুন। পিঁড়েতে লাল কাপড় বিছিয়ে গোপালকে উপবেশন করান। গোপালকে দুধ বা গঙ্গাজল দিয়ে স্নান করান। দুধের মধ্যে ফুলের কুচি দিতে পারেন। ভালো করে গোপালের গা মুছিয়ে তাকে নতুন পোশাক ও গয়না দিয়ে সাজান। গোপালের কপালে পরান চন্দনের তিলক। মাথায় মুকুট ও হাতে বাঁশি দিতে ভুলবেন না যেন!
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *