আজ সোমবার মহাসপ্তমী। সকালে কলাবউ স্নানের মাধ্যমে শুরু হয়ে গেছে ২০২৫ সালের দুর্গাপুজোর মূল ধৰ্মীয় অনুষ্ঠান।
দুর্গাপুজোর প্রতিটি দিনেরই বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই পাঁচ দিন আনন্দের সঙ্গে যদি সহজ কিছু টোটকা পালন করা যায়, তা হলে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হন। সারা বছর তাঁর কৃপাপ্রার্থী হয়ে থাকা যায়। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে সুখ-সমৃদ্ধিও বৃদ্ধি পায়। সপ্তমীর দিন কোন উপায়গুলি মেনে চলবেন দেখে নিন।
- সপ্তমীর দিন দেবী কাল রাত্রির পুজো করা হয়। এই দিন রাত্রিবেলা বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর দুর্গা সপ্তশতী পাঠ করতে পারলে খুব ভাল হয়। এ ছাড়া কালরাত্রি দেবীর বীজমন্ত্রও পাঠ করা যেতে পারে। তবে পাঠ করার বিশেষ নিয়মগুলি সম্বন্ধে জ্ঞান না থাকলে সেটি পাঠ করা উচিত হবে না।
- এই দিন একটি লালপেড়ে সাদা শাড়িতে আলতা লাগিয়ে মায়ের চরণে নিদেবন করুন।
- সপ্তমীতে মাকে বিউলির ডালের খিচুরি বানিয়ে অর্পণ করুন। তার পর সেই খিচুরি ভোগ প্রসাদ হিসাবে বিতরণ করে দিন। মায়ের কৃপা লাভ করবেন।
- লাল জবাফুল মায়ের অত্যন্ত প্রিয় জিনিস। দুর্গাপুজোর সপ্তমী তিথিতে মাকে লাল জবার মালা অর্পণ করতে পারেন।
- চাকরি পেতে দেরি হলে সপ্তমীর দিন এক খিলি করে পান মাকে নিবেদন করুন। এই কাজটি সন্ধ্যাবেলা করতে হবে। এটি পুজোর বাকি দিনগুলিতেও করা যেতে পারে।
- এই দিন সাতটা লাড্ডুর মধ্যে লবঙ্গ গেঁথে মাকে নিবেদন করুন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে লবঙ্গের ফুল যেন বাইরের দিকে বেরিয়ে থাকে। এরই সঙ্গে পেড়াও নিবেদন করতে পারেন।
- এই দিন শিশুদের সাধ্যমতো কিছু দান করতে পারলে খুব ভাল হয়।