ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয়। সপ্ত ঋষির উদ্দেশে এই তিথি পালন করা হয়। এই ব্রত পালন করলে জীবন থেকে নানা সমস্যার সমাধান হয়ে যায়।
- এই পবিত্র ভাদ্র মাসে পঞ্চগব্য (দুধ, দধি, ঘৃত, গোমূত্র ও গোময়) সেবন করা অতি পবিত্র কাজ বলে মনে করা হয়। সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ ও মন পবিত্র থাকে।
- এই মাসে খাওয়ার বিশেষ নিয়মে বলা আছে, যে কোনও গুরুপাক জাতীয় খাবার খাওয়া একদম উচিত নয়। মশলাদার ও উত্তেজক খাদ্য বা পানীয় গ্রহণ অনুচিত বলে মনে করা হয়।
- ভাদ্র মাসে শ্রীরাধা রানি জন্ম গ্রহণ করেছিলেন। তাই এই মাসে রাধা অষ্টমীর ব্রত পালনের মাধ্যমে নিজের সৌভাগ্য ফেরানো যেতে পারে।
- ভাদ্র মাসকে ‘শূন্য’ মাস বলা হয়। প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে ধান কাটা হত। কৃষি কাজ প্রায় বন্ধ থাকত। তাই এই মাসে কোনও মাঙ্গলিক কাজ করা উচিত নয়।