www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

August 5, 2025 6:29 pm

সনাতন ধর্মে বৃক্ষকে ঈশ্বরতুল্য মনে করা হয়। গাছের ধর্মীয় মাহাত্ম্য ব্যাখ্যা করে গাছের পুজোর গুরুত্ব সম্পর্কে জানিয়েছেন।

সনাতন ধর্মে বৃক্ষকে ঈশ্বরতুল্য মনে করা হয়। গাছের ধর্মীয় মাহাত্ম্য ব্যাখ্যা করে গাছের পুজোর গুরুত্ব সম্পর্কে জানিয়েছেন। ব্যক্তির জীবনে আগত সংকট দূর করতে সাহায্য করে বৃক্ষ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিছু বিশেষ গাছপালার পুজো করলে আমাদের কোষ্ঠীতে উপস্থিত দোষ দূর করা যায়। পাশাপাশি জীবনের একাধিক কঠিন পরিস্থিতির হাত থেকেও রক্ষা পাওয়া যায়। কয়েকটি গাছের পুজোর পরামর্শ দেয় বাস্তুশাস্ত্র। যেমন –

  • তুলসী

হিন্দু ধর্মে তুলসীকে শুভ গাছ মনে করা হয়। তুলসী পুজো করলে জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। পাশাপাশি জীবনে শক্তির সঞ্চার হয়। বিষ্ণুর প্রিয় তুলসীকে লক্ষ্মীর রূপ মনে করা হয়। তাই বাড়িতে তুলসী গাছ রাখা শুভ। কথিত আছে, যে বাড়িতে তুলসী গাছ থাকে, তাঁর সেবা ও পুজো করা হয় সেখানে লক্ষ্মীর বাস হয়।

  • অশ্বত্থ

অশ্বত্থকেও পূজনীয় বৃক্ষ মনে করা হয়। এই বৃক্ষে ত্রিদেবের বাস। প্রচলিত ধারণা অনুযায়ী অশ্বত্থের শিকড়ে বিষ্ণু, গুড়ি-ডালপালায় শিব ও অগ্রভাগে ব্রহ্মার বাস। অশ্বত্থ গাছ রোপন, রক্ষা, স্পর্শ ও পুজো করলে যথাক্রমে ধন, উত্তম সন্তান, স্বর্গ ও মোক্ষ লাভ করা যায়। অশ্বত্থ গাছের পুজো করলে শনি দোষ দূর হয়।

  • নিম

বজরংবলীর আশীর্বাদ লাভের জন্য নিমের পুজো করা উচিত। বাড়ি বা অফিসে নিম গাছ লাগালে ইতিবাচক শক্তির বাস হয়। পাশাপাশি নেতিবাচক শক্তি দূরে পালায়। এই গাছের পুজো করলে কোষ্ঠীর সমস্ত দোষ দূর হয় ও রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

  • বট

বটকে দীর্ঘায়ু প্রদানকারী পবিত্র বৃক্ষ মনে করা হয়। এই গাছের পুজো করলে মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভ করেন, পাশাপাশি সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হয়। শনির দশা থেকে মুক্তি দেয় বট গাছ। চাকরি ও ব্যবসায় লাভের জন্য বট গাছের পুজো করা উচিত।

  • আমলকি

শাস্ত্র মতে আমলকি গাছের পুজোর ফলে লক্ষ্মী প্রসন্ন হন। যে ব্যক্তি আমলকি গাছের পুজো করেন, তাঁদের জীবনে আর্থিক সমস্যা দেখা দেয় না। সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে সেই ব্যক্তি। এই গাছের পুজো করলে আরোগ্য লাভ করা যায়।

  • বেল

এই গাছের পাত ও ফল শিবকে সমর্পিত। বেল গাছের পুজো করলে চাকরিতে প্রমোশন লাভ করা যায়। পাশাপাশি অকালমৃত্যুর ভয় থেকে মুক্ত হতে পারে জাতক। আবার যে ভক্ত শিবকে বেলপাতা নিবেদন করে, তাঁদের সমস্ত দুঃখ দূর হয় এবং ভোলানাথ তাঁর সমস্ত মনস্কামনা পূরণ করেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *