সত্যি কি ভাগ্য বদলায় না? জ্যোতিষশাস্ত্র বলছে ভাগ্যে বদল হওয়া সম্ভব। বেশ কয়েকটি মন্ত্র নিয়মিত জপ করলে ভাগ্যে বদল আনা সম্ভব। আরও ভালো করে বললে, ভাগ্যের চাকা বদলাতে সাহায্য করে কয়েকটি মন্ত্র। প্রতিদিন নিয়ম করে কিছু মন্ত্র পাঠ করলে অবশ্যই ভাগ্য ফিরতে পারে। যেমন –
১) প্রতিদিন ১০৮ বার দুর্গা মন্ত্র জপ করলে ভাগ্যের চাকা করে। জেনে নিন দুর্গা মন্ত্র – “দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরামম সুখাম কুপম দেহি জায়াম দেহি, যশো দেহি দ্বিষোজাহী।”
২) রোজ ১০৮ বার লক্ষ্মী মন্ত্র জপ করলেও ভাগ্য বদলে যায়। লক্ষ্মী মন্ত্র হল “ওম শ্রিম অখণ্ড সৌভাগ্য ধন সমৃদ্ধিয়াম দেহি দেহি নামাহ।” রোজ নিষ্ঠাভরে এই মন্ত্র জপ করলে ধন ও সম্পদ বাড়ে। সম্মান প্রাপ্তি হয়।
৩) গণেশ মন্ত্র – “ওম সৌভাগ্য-বর্ধনাহাহ নমহঃ” রোজ ১০৮ বার পাঠ করলে কষ্টে দিন কাটানো ব্যক্তিরা উপকার পাবেন। জীবনের সব বাধা কেটে গিয়ে সাফল্য ধরা দেবে।
৪) রিদ্ধি সিদ্ধি মন্ত্র – “সাধক নাম জাপেহী লে লায়েই, হোহি সিদ্ধ আনিমাদিক পেয়ে।” যদি কারও দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে অশান্তি বা ব্যবসায় কোনও উন্নতি না হয়, ওই অবস্থা কাটাতে এই মন্ত্র অত্যন্ত উপকারী। এই মন্ত্রের ফলে জীবনে সুখ, শান্তি এবং অর্থলাভ হয়।