সূর্যের রাশি সিংহে প্রবেশ করছেন শুক্রদেব। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। শুক্র গ্রহ, ধন, বৈবাহিক সুখ, ঐশ্বর্য, বিলাসিতার কারক। আর অন্যদিকে সূর্য হলেন গ্রহদের রাজা। সেই সূর্যের রাশি হল সিংহ। খুব শীঘ্রই সেপ্টেম্বরে শুক্রগ্রহ প্রবেশ করতে চলেছেন সিংহে। তারফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে লাভ দেখা যেতে পারে। কারা কারা লাকি, দেখা যাক।
- ধনু
শুক্র গ্রহের এই গোচর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভের। শুক্র গ্রহ আপনার রাশিতে বিদেশ স্থানে ভ্রমণ করতে চলেছে। আটকে থাকা কাজ পূরণ হতে পারে এই সময়। আপনার বুদ্ধির বিকাশ হবে। আর নিজের লক্ষ্য নিয়েও ফোকাসড থাকতে পারবেন। আপনার কোথাওন যদি টাকা প্রাপ্তি আটকে থাকে, তাহলে তা পেতে পারেন। কোনও ছোট যাত্রায় যাত্রা করতে পারেন। ধার্মিক ও মাঙ্গলিক কাজে অংশ নিতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা থাকলে তা সম্পন্ন হবে।
- তুলা
আয় আর বিনিয়োগের দিক থেকে সময় ভালো কাটবে। এই গোচর আপনার রাশির একাদশতম স্থানে থাকবে। এই সময় আপনার দৈনিক আয় হু হু করে বাড়বে। সন্তানের তরফে কোনও শুভ খবর পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। বিনিয়োগে লাভ পাবেন। এই সময় কোনও বড় ব্যবসায়িক ডিল হাতে পেতে পারেন।
* কুম্ভ
বিবাহিতদের দাম্পত্য জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ফালদায়ী। এই সময় যাঁরা অবিবাহিত, তাঁদের বিয়ের যোগ রয়েছে। সব কাজে এই সময় সৌভাগ্য পাবেন। কিনতে পারেন গাড়ি বা বাড়ি। দেশ বিদেশের যাত্রা করতে পারেন। অংশীদারির কাজে সাফল্য পাবেন।