www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 19, 2025 9:40 pm

অধিকাংশ গৃহস্থ বাড়িতেই নিত্যপুজোর চল রয়েছে। কিছু কিছু বাড়িতে প্রতিষ্টিত বিগ্রহও রয়েছেন। নিষ্ঠাভরে পুজো না করলে বিপদ।

অধিকাংশ গৃহস্থ বাড়িতেই নিত্যপুজোর চল রয়েছে। কিছু কিছু বাড়িতে প্রতিষ্টিত বিগ্রহও রয়েছেন। নিষ্ঠাভরে পুজো না করলে বিপদ। এখানেই না বুঝে ভুল করে ফেলেন অনেকে। স্রেফ পুজো করার ধরণে কিছু সামান্য ভুল, দেবতার রোষের কারণ হতে পারে। তাতে সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল।
প্রার্থনার কোনও নিয়ম হয় না। যে কোনও অবস্থায় ভক্তিভরে ঈশ্বরকে স্মরণ করলে, তিনি সাড়া দেন। তবে আচার নিয়ম পালনেরও গুরুত্ব রয়েছে। সেখানেই প্রশ্ন ওঠে, কীভাবে পুজোয় বসা উচিত? শাস্ত্র বলছে, আসনে বসে পুজো করাই সঠিক নিয়ম।

বাড়িতে হোক বা মন্দিরে, আসন ছাড়া দেবতার সামনে বসাই উচিত নয়। দাঁড়িয়ে পুজোর উল্লেখ নেই কোথাও। কেবলমাত্র আরতির সময় দাঁড়ানো যেতে পারে, তবে তারও নিয়ম রয়েছে। বাড়ির পুজোয় সাধারণত আরতি করা হয় না, হলেও সেটা বসে বসেই করা যেতে পারে। নিয়ম বলছে, যে দেবতার আরাধনা করা হচ্ছে, তাঁর আসন সবসময় পূজারির থেকে উঁচুতে হওয়া উচিত। তবেই প্রকৃত সমর্পন বোঝায়। আর মাটিতে বসে পুজো করলেই এমনটা বোঝানো সম্ভব। তবে কোন দিকে মুখ করে পুজো করা হচ্ছে, সেটাও খেয়াল রাখার বিষয়। নিয়ম বলছে, পূর্ব দিকে মুখ করে পুজো করা সবথেকে ফলদায়ক। সম্ভব না হলে উত্তর দিকে মুখ করে বসে পুজো করা যেতে পারে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *