অনেকের জীবনে হতাশা খুবই দ্রুত আসে। আবার অনেকে জীবনকে মানিয়ে নিতে পারে সহজে। জ্যোতিষ মতে পাঁচ রাশির জাতকেরা সহজেই হতাশ হয়ে পরে। কিছু মানুষ আছেন যাঁরা নিজের পার্টনারের সাহায্যে উন্নতির শীর্ষে পৌঁছয়। অনেকে নিজের মনের মানুষের থেকে দূরে যাওয়ায় একাকিত্বে ভুগতে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কয়েকটি রাশি জাতক-জাতিকারা চরম ভাবে একাকিত্বে ভোগেন।
- মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকারা প্রচণ্ড ভাবে সামাজিক। একাকীত্ব এদের অস্থির ও উদ্বিগ্ন করে তোলে। এরা সব সময় অন্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায়। সেই প্রক্রিয়ায় ছেদ পড়লে একাকিত্বে ভুগতে থাকে এরা।
- সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকারা নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে। লোকজনের দ্বারা বেষ্টিত থাকা এদের খুব পছন্দের। একা থাকলে এরা বিভিন্ন দিক থেকে নিজেদের উপেক্ষিত মনে করতে থাকে। একাকিত্ব এদের জীবন কঠিন করে তোলে।
- তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকারা ভারসাম্যহীনতা ঘৃণা করে। এদের জীবনে যখন কোনও কথা বলার মতো লোক থাকে না, তখন এরা হতাশায় ভুগতে শুরু করে। যা এদের কেরিয়ারেও প্রভাব ফেলে।
- মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা স্বপ্ন দেখতে ভালোবাসে। একা থাকলে এরা অতিরিক্ত চিন্তা করে। আবেগে ডুবে যায়। অন্যদের বিচ্ছিন্নতা অনুভব করে। যা এদের আরও একা করে তোলে।
- মকর রাশি: এরা খুব আবেগি হলেও, নিজেদের মনের কথা লুকিয়ে রাখে। নিজেদের কষ্টের কথা কাউকে বলতে সাহস পান না। একাকিত্ব এদের ভেতরের পৃথীবীকে ভারী করে তোলে।