গীতাকে শুধু ধৰ্মীয়গ্রন্থ হিসাবে ভাবলে আমরা ভুল করব। Gita হলো মানব জীবনের সত্য ও পথ প্রদর্শক। এই কামনা-বাসনা ময় পৃথিবীতে মানুষকে বিপথগামী করার বহু উপকরণ আছে। তার থেকে মানুষকে সরিয়ে মানুষকে স্থির ও প্রাজ্ঞ করে তোলে গীতার উপদেশ। তেমনই ৫টি উপদেশ।
১) দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন
নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে এক রূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে।
২) মন শান্ত রাখুন
অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন। না-হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে।
৩) কাজ করার আগে বিচার করুন
আমরা যে কর্মই করি না কেন, তার ফল আমাদেরই ভোগ করতে হয়। তাই কর্ম করার আগে বিচার করা উচিত।
৪) নিজের কাজ করুন
অন্য কারও কাজ পূর্ণ করার চেয়ে ভালো, নিজের কাজ করুন। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত।
৫) মমত্বকে জীবিত রাখুন
সকলের প্রতি মমতা, সমস্ত কাজে কুশলতা ও দুঃখ রূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ।
