www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 13, 2025 6:52 pm

শ্রাবণী মেলা থেকে পূর্ণিমার শুভ যোগে অনেক রাশির জাতর-জাতিকার ভাগ্যবদল হয়।

শ্রাবণী মেলা থেকে পূর্ণিমার শুভ যোগে অনেক রাশির জাতর-জাতিকার ভাগ্যবদল হয়। তবে গ্রহ নক্ষত্রের বিচারে শ্রাবণের আগেই মহাদেবের কৃপা পেতে চলেছেন রাশি চক্রের শেষ ছয় রাশি।

  • তুলা রাশি: কঠোর পরিশ্রম করলে মহাদেবের কৃপা পাবেন তুলা রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক শক্তিশালী হবে। এই রাশির পড়ুয়ারা পড়াশোনায় সাফল্য লাভ করবে।
  • বৃশ্চিক রাশি: নিজের কাজ মন দিয়ে করলে মহাদেবের কৃপায় সাফল্য পাবে এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসার জন্য ভালো সময় আসতে চলেছে। তবে প্রেমের বিষয়ে কিছুটা সর্তক থাকুন। সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।
  • ধনু রাশি: মহাদেবের কৃপায় অনেকদিন ধরে আটকে থাকা কাজ মিটে যেতে পারে। আয় ভালোই হবে। আত্মবিশ্বাস বাড়বে।
  • মকর রাশি: সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া জাতক-জাতিকারা সাফল্য পেতে পারেন। এই সময়কালে মহাদেবের কৃপা থাকবে এদের উপর। আর্থিক দিক ভালোই থাকবে।
  • কুম্ভ রাশি: এই সময়কালে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পরিবারের সুখের সময় থাকবে। মহাদেবের কৃপা দৃষ্টি থাকবে। কাউকে টাকা দিয়ে ধার দিলে তা ফেরত পাবেন। নতুন ইন্টারভিউ দিলে সাফল্য পেতে পারেন। মহাদেবের কৃপায় স্বামী-স্ত্রীর সর্ম্পকের উন্নতি হবে।
  • মীন রাশি: প্রেমের দিক থেকে এই রাশির জাতক- জাতিকারা ভালো খবর পেতে পারেন। তবে যে কোনও ঝামেলা থেকে এড়িয়ে চলুন। পথ চলাচলে সাবধানী হন। মহাদেবের কৃপায় সার্বিক উন্নতি হবে।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *