বৈদিক পঞ্জিকা অনুসারে, গ্রহগুলি ঠিক সময়ে যেমন অস্ত যায় সেরকম ঠিক সময়ে উদিত হয়। যার প্রভাব মানবজীবন সহ দেশ ও বিশ্বের ওপরে পড়ে। জেনে রাখা উচিত যে, ৬ নভেম্বর, ২০২৫ বৃহস্পতিবার, ভোর ৩:১০ মিনিটে মঙ্গলগ্রহ তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে অস্ত গেছে। কোনও গ্রহের অস্ত চলে যাওয়া ভাল বলে মনে করা হয় না। অস্ত যাওয়া মানেই হলো সেই গ্রহের শক্তি কমে যাওয়া। মঙ্গলগ্রহ তার নিজস্ব রাশিতে অস্ত গেলেও এই অস্ত যাওয়া তার শুভ প্রভাবকে কমিয়ে দেবে এবং অশুভ প্রভাবকে বাড়িয়ে দেবে। যারা এই রাশির জাতক জাতিকা আছেন তাঁদের মুক্তির জন্য হনুমানজির শরণ করতে হবে এবং রোজ পুজো-অর্চনা করতে হবে।
- মেষ রাশি
যাঁরা মেষ রাশির জাতক জাতিকা আছেন তাঁরা মঙ্গল দেব আর রুচক রাজযোগ শুভ ফলদায়ী হবেনা। তবে মঙ্গলের এই অস্ত যাওয়া অনেক সমস্যা তৈরি করবে। যেমন, কেরিয়ারে সমস্যা তৈরি করবে। না চাইলেও কিছু বিষয় নিয়ে চিন্তা বাড়াবে। লেন-দেনের ক্ষেত্রেও লোকসান দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতামতের অমিল দেখা দিতে পারে।
- মিথুন রাশি
যাঁরা মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য এই মঙ্গল গ্রহের অস্ত হওয়ায় কেরিয়ারে প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু তাও তার ফল পাবে না। যাঁরা ব্যবসা করেন তাদের লোকসান হতে পারে। তবে আয় বাড়ানোর সুযোগ মাঝে মাঝে পাওয়া যাবে। দাম্পত্য জীবনে কলহ লাগতে পারে।
- সিংহ রাশি
যাঁরা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য মঙ্গলের অস্ত হওয়ায় বেশ কিছু ঘটনা ঘটাবে। লোককে দেখতে গিয়ে অনেক অপ্রয়োজনীয় টাকা খরচ হবে। স্বাস্থ্যের জন্য অর্থ খরচ হতে পারে। কারোর সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনাও রয়েছে।
- বৃশ্চিক রাশি
মঙ্গল এই রাশিতে অস্ত যাচ্ছে। এর ফলে এই রাশির জাতক জাতিকাদের উদ্বেগ, উন্নতিতে বাধা, অপ্রয়োজনীয় খরচ হতে পারে। রাগ এবং খিটখিটে ভাবের জন্য কাজে ব্যাঘাত ঘটতে পারে।
- মীন রাশি
মঙ্গল অস্ত গিয়ে মীন রাশির জাতক জাতিকাদের আরও কষ্ট বাড়াবে। পুরনো ঝগড়া, ব্যবসায়ীদের সমস্যা পরিবারে সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে।
