সোলে সিনেমার বীরুকে আমরা কেউ ভুলে যাই নি। বাসন্তিকে বিয়ে করবার জন্য বীরু উঠে বসেছিল উঁচু জলের ট্যাঙ্কের উপর। তেমনই দ্বিতীয় বীরুকে দেখা গেলো কনৌজের যুবক রাজ সাক্সেনা। বিয়ে করার দাবিতে কনৌজের যুবক রাজ সাক্সেনা যে হাইভোল্টেজ নাটক করলেন, তার কাছে বোধহয় ‘শোলে’র ওই চিরস্মরণীয় দৃশ্যও ম্লান হয়ে যায়। এক শ্যালিকার পর অন্যকেও বিয়ে করতে চেয়ে বিদ্যুতের টাওয়ারে উঠে পড়লেন তিনি। এখানেই শেষ নয় রাজের কীর্তি। তাঁর গল্প শুনলে চোখ কিন্তু কপালে উঠবে! জানা যাচ্ছে, ২০২১ সালে বিয়ে করেন রাজ সাক্সেনা। অসুস্থতার কারণে স্ত্রী মারা গেলে নিজের এক শ্যালিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু তারপরই শুরু হয় পেয়ার মে নয়া টুইস্ট। রাজের চাই আরো নতুন বান্ধবী। বহুবিবাহের বাসনা আর কি!
বছর খানেকের মধ্যেই অন্য শ্যালিকারও প্রেমে পড়েন রাজ। জামাইবাবুকে ভালোবেসে ফেলেন শ্যালিকাও। বৃহস্পতিবার স্ত্রীকে তাঁর বোনের প্রতি প্রণয়-গাঁথা জানিয়ে বিয়ের প্রস্তাব দেন রাজ। স্বাভাবিক ভাবেই প্রস্তাবে আপত্তি জানান যুবকের স্ত্রী। দু’জনে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপরই সোজা বৈদ্যুতিক টাওয়ারের মাথায় চড়ে বসেন যুবক। চিৎকার করে সকলকে নিজের ইচ্ছের কথা জানিয়ে দেন। মুহূর্তেই ভিড় জমান এলাকাবাসী, এসে পৌঁছয় পুলিশও। প্রায় সাত ঘণ্টা ধরে চলে এই হাইভোল্টেজ ড্রামা। শেষমেশ যুবককে নিচে নামাতে তাঁর প্রস্তাবে সম্মতি দেন সকলে।