কোনো শিশুর জন্ম মুহূর্তে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর তাদের ভাগ্যের অনেক কিছুই নির্ভর করে। সেটি কখনও কোনও রাশির ব্যক্তিদের জন্য সুখের হয়, আবার কারোর জন্য খুব সমস্যার হয়। শশ মহাপুরুষ রাজযোগ অত্যন্ত শুভ যোগ। যে ব্যক্তি জন্ম কুণ্ডলীতে রাজযোগ থাকে, সেই ব্যক্তি অত্যন্ত ধনী হয়ে থাকেন। তাদের ভাগ্য উজ্জ্বল হয়। এই শুভ রাজযোগের প্রভাবে ব্যক্তির জীবনে খুব শুভ সময় শুরু হয়। কখন শশ মহাপুরুষ রাজযোগ গঠিত হয়? যখন কোনও রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে চন্দ্র থাকে, কেন্দ্রে শনিদেব থাকে। কোন রাশিতে শনিদেব যখন প্রথম, চতুর্থ কিংবা অষ্টম স্থানে তুলা, মকর কিংবা কুম্ভ রাশিতে অবস্থান করে তখন কিন্তু শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হয়। এই শুভ রাজযোগ অত্যন্ত শুভ। এই রাজযোগের বিশেষ প্রভাব পড়ে সকলের উপর।
এদের ওপর শনিদেবের বিশেষ কৃপা থাকে। এই ব্যক্তিদের ভাগ্যের দ্বারা সর্বদাই খোলা থাকে। এরা তবে এরা ভীষণ পরিশ্রমী হয়ে থাকেন। আর্থিকদিকে এদের খুব লাভ হয়। এরা ধনী ব্যক্তি হন। এরা অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে কখনও জড়িয়ে পড়েন না। এরা কঠোর পরিশ্রমী ব্যক্তি হয়ে থাকেন। যে রাশির ব্যক্তিদের ওপর শশ মহাপুরুষ রাজযোগের প্রভাব থাকে, সেই ব্যক্তিরা জীবনে খুব এগিয়ে যেতে পারেন। এরা চাকরি থেকে ব্যবসায় সকল ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। এরা প্রচুর সম্পত্তির মালিক হন। এমনকি বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনেও এরা সুখে থাকতে পারেন। এরা আর্থিকদিকে যথেষ্ট উন্নতি করতে পারেন।