যথার্থ অর্থেই বাঙালির বারো মাসে তেরো পার্বন। তা আবার অঞ্চলভেদে আরও বেড়ে যায়। যেমন জগদ্ধাত্রী পুজোর নির্দিষ্ট তিথি থাকলেও অন্য তিথিতে করা হয় রিষড়ার জগদ্ধাত্রী পুজো। সে খুবই মজার ব্যাপার। যখন চন্দননগর থেকে দেবী বিদায় নেন তখন সাড়ম্বরে তাঁরই পুজো হয় রিষড়ায়। হ্যাঁ, কৃষ্ণনগর, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শেষ হয় যেখানে সেখানেই শুরু হয় রিষড়ার জগদ্ধাত্রী পুজো। এই বছর কবে থেকে এখানে পুজো শুরু হবে, কবেই বা বিসর্জন জেনে নিন। অনেকেই জানেন না যে রিষড়ার জগদ্ধাত্রী পুজো বাকি গোটা রাজ্যের সঙ্গে একই সময় পালিত হয় না। বরং কিছু দিন পর থেকে শুরু হয় এর উদ্যাপন, চলে বেশ কয়েক দিন ধরে।
৩০ অক্টোবর অর্থাৎ নবমীর দিন রিষড়ার জগদ্ধাত্রী পুজোর প্রথম দিন। এ দিন থেকে ৪ নভেম্বর অর্থাৎ চতুর্দশীর দিন পর্যন্ত চলবে এই পুজো। ৪ নভেম্বরেই এখানকার সমস্ত পুজোর বিসর্জন এবং শোভাযাত্রা হবে। মোট ৬ দিন ধরে চলে রিষড়ার জগদ্ধাত্রী পুজো। এখানেও বিভিন্ন থিম যেমন দেখা যায়, তেমনই ডাকের সাজের সাবেক প্রতিমাও নজর কাড়ে। ফলে জগদ্ধাত্রী বা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো যদিও বা মিস করে থাকেন আগামী সপ্তাহান্তে চলে যেতে পারেন রিষড়ায়।  
								 
								 
								 
					
 
											 
											