স্বামীর দীর্ঘ আয়ু ও সুস্থ জীবন কামনা করে হিন্দু বিবাহিত রমণীরা কপালে সিঁদুর লাগান। হাজার বছর ধরে এই নিয়ম পালন করে আসছেন হিন্দু বিবাহিত মহিলারা। পুরাণ বলে, স্ত্রী কীভাবে সিঁদুর ব্যবহার করছেন, তাঁর ওপর নির্ভর করে স্বামীর মঙ্গল বা সুস্বাস্থ্য। কিন্তু অধিকাংশ নারীই জানেন না সিঁদুর পরার সঠিক নিয়ম। নারী সাধারণত সিঁথি ও কপালেই সিঁদুর পরেন। কিন্তু শাস্ত্র বলে, শরীরের পাঁচ জায়গায় সিঁদুর ছোঁয়ানোর নিয়ম আছে, তা হল- কপাল, সিঁথি, কণ্ঠ, শঙ্খ ও বস্ত্র।
শুধু তাই না, সিঁদুর লাগানোর সময় বেশ কিছু মন্ত্র উচ্চারণের কথাও বলা রয়েছে শাস্ত্রে। সিঁথিতে, ওঁ কৃষ্ণায় নমঃ। কপালে লাগানোর সময় বলতে হয়, ওঁ কেশবায় নমঃ। কণ্ঠে ছোঁয়ানোর সময় বলতে হয়, ওঁ গোবিন্দায় নমঃ। শঙ্খে লাগালে, ওঁ মধুসূদনায় নমঃ। বস্ত্রের নিয়ম ওঁ মাধবায় নমঃ। সিঁদুরের এই বিশেষ কয়েকটি নিয়ম এবং মন্ত্র উচ্চারণ বদলে দিতে পারে আপনার স্বামীর ভাগ্য। তাঁর জীবনে এর শুভ প্রভাব পড়বে।