হিন্দু ধর্মের মানুষের কাছে তুলসী গাছের মূল্য অসীম। বিশ্বাস যে তুলসী গাছে লক্ষ্মী ও নারায়নের বাস। তাই বাড়িতে তুলসী গাছকে যত্ন করুন।
- সুখ ও সমৃদ্ধি বাড়বে –
যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে, সেই তুলসী গাছে লাল সুতো বেঁধে দেবেন। এতে আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তি চলে যাবে। আসবে ইতিবাচক শক্তি। তুলসী গাছ বাড়িতে রাখলে আপনার শরীর, স্বাস্থ্য ভালো থাকবে। সুখ-সমৃদ্ধি জীবনে বাড়তে থাকবে। তবেই লাল সুতো বাঁধার কিন্তু একটি নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে বাঁধতে হবে।
- জল নিবেদন করবেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, তুলসী গাছের সঙ্গে লাল সুতো বাঁধলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। ঘরে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকে। তবে সেই সঙ্গে প্রতিদিন তুলসী মাতাকে জল নিবেদন করবেন।
- লাল সুতো বাঁধবেন
যদি আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে শুক্রবার তুলসী গাছে লাল সুতো বেঁধে রাখতে পারেন। এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
- তুলসী মাতা আগে স্নান করিয়ে নেবেন
জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, আগে নিজে স্নান করে পরিষ্কার জামা কাপড় পড়বেন। তারপর তুলসী গাছকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন। তুলসী তলাতেও ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তবেই কিন্তু তুলসী গাছে লাল সুতো বাঁধবেন।