গত ৮ আগস্ট যোগ-ভক্তি মার্গের সিদ্ধসাধক ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের সাধন ভূমি কলকাতার রামমোহন রায় রোডের শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে উদযাপিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন মঠের প্রাক্তন আচার্য প্রয়াত ডঃ রঘুপতি মুখোপাধ্যায়ের স্মৃতি সামনে রেখে আয়োজিত হয় এই উৎসব। মঠের আবাসিক প্রাক্তন ও বর্তমান ছাত্র এবং অনুষঙ্গীদের হাতে রাখি পরিয়ে দেন মিঠু ভট্টাচার্য। এছাড়াও ছিল ধর্মীয় পর্ব। এ বিষয়ে শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং মহর্ষি নগেন্দ্রনাথের পরিবারের পক্ষ থেকে মহর্ষি নগেন্দ্রনাথের প্রপৌত্রীর পুত্র ডঃ শুভদীপ বন্দ্যোপাধ্যায় জানান, প্রয়াত আচার্য ডঃ রঘুপতি মুখোপাধ্যায় মূলত মঠের আবাসিক ছাত্রদের জন্য রাখি বন্ধন উৎসবকে মঠে এক আলাদা রূপ দেন। মহর্ষি নগেন্দ্রনাথ, ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী এবং ভক্তি প্রকাশ ব্রহ্মচারী ধর্ম – বর্ণ নির্বিশেষে যে ভ্রাতৃত্বের কথা বলতেন তারই রূপায়ণ এই আয়োজন।