হিন্দু ধর্মে চন্দনের খুবই মহাত্ম। সমস্ত পুজো পার্বনের চন্দনের প্রয়োজন হয়। বহু বৈষ্ণব, শাক্ত বা তান্ত্রিকেরা গায়ে হাতে কপালে চন্দনের তিলক পারেন। আসল কথা হলো এই চন্দনের গুরুত্ব অনেক। ভারতীয় জ্যোতিষ বিশ্বাস করে বিশ্বাস চন্দন ফোঁটাতেই মিলবে সাফল্য। তবে জানেন কি, শুধু এইটুকু নয়। কপালে চন্দনের একটি টিপ বদলে যেতে পারে জীবন।
১) বর্তমানে কর্মব্যস্ত জীবন। নিজেদের জন্য সময় পাওয়াই যায় না। শারীরিক ক্লান্তির মতো মানসিক ক্লান্তি ঘিরে ধরে আমাদের। যা জন্ম দেয় অবসাদের। কপালে প্রতিদিন এক ফোঁটা চন্দন লাগালে নাকি অতিরিক্ত দুশ্চিন্তা, অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব
২) মাথা যন্ত্রণার সমস্যায় ভোগেন অনেকেই। ওষুধপত্র না খেয়ে ব্যথা থেকে রেহাই পেতে কপালে এক ফোঁটা চন্দন নাকি অব্যর্থ। আজ থেকেই এই কৌশল কাজে লাগাতে পারেন।
৩) রাতের অন্ধকার ঘর। হাতে স্মার্টফোন। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও ঘুম আর আসছে না। অনিদ্রার সমস্যায় কি আপনিও ভোগেন? এই সমস্য়া থেকে রেহাই পেতে চন্দন নিমেষে কাজ দেবে।
৪) আপনি কোনও কাজে মন দিতে পারছেন না? তার ফলে যা করতে যান, তাতেই গণ্ডগোল হচ্ছে? তাহলে আপনার সমস্যা সমাধান করতে পারে এক ফোঁটা চন্দন। অনেকেই বলেন, এক ফোঁটা চন্দন কপালে লাগালেই বাড়তে পারে মনসংযোগ।
৫) প্রচণ্ড গরমে বাড়ি থেকে বেরতে ভয় পান অনেকেই। গরম থেকেও রেহাই দিতে পারে চন্দন। বাইরে বেরনোর আগে কপালে এক ফোঁটা চন্দন দিন। তাতেই অত্যাধিক গরম থেকে রেহাই পেতে পারেন।
