www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 1, 2025 2:47 am

পুতুল নাচ বাংলার শিল্প সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। মানুষের স্মৃতি থেকে প্রায় মুছে যেতে চলেছে সেই শিল্প।

পুতুল নাচ বাংলার শিল্প সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। মানুষের স্মৃতি থেকে প্রায় মুছে যেতে চলেছে সেই শিল্প। এবার নিউ বারাকপুর শক্তিসংঘ সেই স্মৃতিকেই ফিরিয়ে এনেছে। নিউ ব্যারাকপুরে শক্তি সংঘের ৭৫ তম বর্ষে মণ্ডপে তুলে ধরা হয়েছে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া পুতুল নাচ কে। এবারের দুর্গোৎসবে তাই নিউ ব্যারাকপুর শক্তি সংঘের মণ্ডপে নতুন ভাবে ফিরে এসেছে বাংলার হারিয়ে যাওয়া শিল্প পুতুল নাচ। পুজোর ৭৫ তম বর্ষে ক্লাবের পক্ষ থেকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে এই ঐতিহ্যের ইতিকথা। মণ্ডপের চারপাশ জুড়ে সাজানো হয়েছে পুতুল নাচের নানা চরিত্র ও মডেল। দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করতেই দেখতে পাবেন পুতুল নাচের সেই সব দৃশ্য, যেভাবে একসময় বাংলার গ্রামেগঞ্জে এই শিল্পের আসর বসত।

অতীতে জনপ্রিয় হলেও আধুনিকতার ছোঁয়ায় ক্রমেই হারিয়ে গিয়েছে এই বিনোদনের মাধ্যম। আজকাল খুব কমই চোখে পড়ে পুতুল নাচ। ক্লাবের উদ্যোক্তাদের দাবি, হারিয়ে যাওয়া এই লোকশিল্পকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। শুধু পুতুল নাচের মন্ডপ সজ্জা নয়, দর্শনার্থীদের এর মধ্যে দিয়ে মনে করিয়ে দেওয়া হচ্ছে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রাচীন অধ্যায়কে। অভিনব এই ভাবনার মণ্ডপ ইতিমধ্যেই কৌতূহল জাগিয়েছে দর্শকদের মধ্যে। অনেকে বলছেন, পুতুল নাচের মতো এক প্রাচীন শিল্পকে আবার নতুনভাবে সামনে এনে শক্তি সংঘ অন্যরকম বার্তা দিল দুর্গোৎসবের মঞ্চে থেকে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *