তার বয়স সবে মাত্র সাড়ে তিন বছর। এই বয়সে যেন সব গুণ তার মধ্যে। তার শিক্ষক এবং অভিভাবক তার মা। ছোট্ট এই একরত্তির প্রতিভায় মুগ্ধ সকলে। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে সে। তবে জানেন কী প্রতিভা তার? ছোট্ট এই একরত্তি কীভাবে হয়েছে বিখ্যাত? জানলে অবাক হবেন যে বিভিন্ন দেশের নাম, রাজ্য রাজধানী, বিভিন্ন দেশের জাতীয় পতাকা সব তার চেনা, ১০০ রকমের জেনারেল নলেজ তার যেন ঠোটস্থ। শুধু তাই নয়, গায়ত্রী মন্ত্র থেকে যেকোনও পড়া অবলীলায় মনে রাখতে পারে সে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বনপুরা এলাকার বাসিন্দা দেবাশীষ সেন ও নমিতা সেনের ছেলে সন্তান খুদে এই বিস্ময় বালক অভ্রদীপ।
বাবা অধ্যাপনা করলেও মা গৃহবধূ। বাড়িতে অধিকাংশ সময়ে মায়ের সঙ্গেই থাকে অভ্রদীপ। আর মায়ের কাছেই শিখেছে এত কিছু। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে সে। আর এতেই খুশির হাওয়া পরিবার জুড়ে। বেশ চঞ্চল ছোট্ট ফুটফুটে এক ছেলে। বয়সও তার পড়ার হয়নি। তবে এই বয়সে তার এত প্রতিভা, জানলে আপনিও চমকে যাবেন। বয়স যখন তার সবে দুই আড়াই তখন থেকেই বিভিন্ন পড়া, কবিতা এমনকি বিভিন্ন রাজ্য-রাজধানীর নাম মনে রাখত সে। এমনকি বিভিন্ন দেব-দেবীর ছবি থেকে বিভিন্ন দেশের জাতীয় পতাকা অনায়াসে চিনে ফেলত চোখের নিমেষে। ছেলের মধ্যে থাকা এই প্রতিভা জানতে পেরে মা সর্বদাই তার সঙ্গে খেলার ছলে নতুন নতুন জিনিস শেখাতেন তাকে।
