শুক্রবার মুখ্যমন্ত্রী শিলান্যাস করলেন উত্তরবঙ্গের মহাকাল মন্দির। দিঘায় জগন্নাথ মন্দির, কলকাতায় দুর্গা অঙ্গন আর এবার ভোটের আগে উত্তরবঙ্গে মহাকাল মন্দির। মুখ্যমন্ত্রী শুক্রবার ঘোষণা করেন, এখানেই তৈরি হতে চলেছে – বিশ্বের উচ্চতম মহালায় মূর্তি। ১৭.৪১ একর জমির ওপর তৈরি হচ্ছে মহাকাল মন্দির। রাস্তা থেকেই দেখা যাবে, মন্দির চত্বরটি। মুখ্যমন্ত্রীর কথায়, এই মহাতীর্থে দিনে এক লক্ষ দর্শনার্থী আসতে পারবেন। মূর্তিটির উচ্চতা ২১৬ ফুট। তার মধ্যে ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে ১০৮ ফুট। সেটা যে ভিত্তির ওপরে থাকবে, তার উচ্চতা ১০৮ ফুট। মোট ২১৬ ফুট।
এই মহাকাল মন্দির ও মূর্তি সম্পর্কে যা জানা যায় –
- এই মূর্তির ১০৮ ফুট উঁচু পেডিস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম ও সংস্কৃতি হলও থাকবে।
- দুটি নন্দীগৃহ থাকবে, পূর্ব ও পশ্চিম দিকে থাকবে। মন্দির চত্বরের সীমানা বরাবর ১২টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে।
- ভারতের ১২টি জ্যোর্তিলিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে। সারা ভারতের শিল্প সংস্কৃতির নিদর্শন তাতে প্রতিফলিত হবে।
- দুটো প্রদক্ষিণ পথ থাকবে, যেখানে ১০ হাজার ভক্তের সমাগম হতে পারে।
- এছাড়াও শিবালয়ের রীতি অনুযায়ী চার কোণে চার দেবতার মূর্তি থাকবে। দক্ষিণ পশ্চিমে গণেশ, উত্তর পশ্চিমে কার্তিক, উত্তর পূর্বে শক্তি, দক্ষিণ পূর্বে বিষ্ণু নারায়ণ।
- দু’দিকে দুটো সভামণ্ডপ থাকবে। ৬ হাজারের বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন।
- এছাড়াও শিবালয়ের রীতি অনুযায়ী চার কোণে চার দেবতার মূর্তি থাকবে। দক্ষিণ পশ্চিমে গণেশ, উত্তর পশ্চিমে কার্তিক, উত্তর পূর্বে শক্তি, দক্ষিণ পূর্বে বিষ্ণু নারায়ণ।
- দু’দিকে দুটো সভামণ্ডপ থাকবে। ৬ হাজারের বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন।
- মহাকালের কাহিনী ও মহিমা পাথরের শিল্পকর্ম, ফ্রেসকো পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরা হবে।
- রুদ্রাক্ষ কুণ্ড ও অমৃত কুণ্ড থাকবে, যেখানে ভক্তরা পবিত্র অভিষেকের জল নিয়ে যেতে পারবেন।
- চত্বরের ভিতরে প্রসাদ বিতরণ কেন্দ্র, কাফেটেরিয়া, ডালা কম্পপ্লেক্স, পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থা থাকবে। এখানেই আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরি করা হবে।