এ যেন মিরাকেল। সৌদি আরবের মদিনার কাছে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৪২ জন ভারতীয়। অভিশপ্ত সেই বাসেই ছিলেন হায়দরাবাদের বাসিন্দা ২৪ বছরের মহম্মদ আবদুল শোয়েব। বাসের যাত্রীর মধ্যে একমাত্র জীবিত ভারতীয় তিনিই। প্রাণে বাঁচলেও অবশ্য অক্ষত নন শোয়েব, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর বেঁচে যাওয়াকে কার্যত ‘ম্যাজিক’ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, সৌদি আরবে উমরাহ করতে গিয়েছিলেন হায়দরাবাদের একদল যাত্রী। রবিবার রাতে বাসে মক্কা থেকে মদিনা যাচ্ছিল তীর্থযাত্রীদের ওই দলটি। প্রায় দেড়টা নাগাদ মুফরিহাটের কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসে।
ঘুমের মধ্যেই আগুনে ঝলসে যান ৪২ জন। যাঁদের বেশিরভাগই মহিলা ও শিশু। ভয়াবহ এই দুর্ঘটনার পরও কার্যত কপালজোরে বেঁচে যান শোয়েব। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় বাসের সামনে চালকের ঠিক পাশের আসনে বসেছিলেন হায়দরাবাদের ওই যুবক। মনে করা হচ্ছে, দুর্ঘটনার পর কোনওভাবে বাসের বাইরে ছিটকে পড়েছিলেন তিনি। যার জেরেই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়ে যান। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
