www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

November 25, 2025 6:01 pm

হিন্দু ধর্মের প্রধান তিন দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। বিষ্ণুরই অন্যতম অবতার হলেন শ্রীকৃষ্ণ

হিন্দু ধর্মের প্রধান তিন দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। বিষ্ণুরই অন্যতম অবতার হলেন শ্রীকৃষ্ণ। তিনি হলেন সনাতন ধর্মের রক্ষাকর্তা। উত্তর প্রদেশের মথুরা হল শ্রীকৃষ্ণের জন্মভূমি। মহাভারত অনুসারে মথুরায় কংসের কারাগারে জন্ম হয় বাসুদেবের ঔরসে দেবকীর গর্ভে জন্ম হয় শ্রীকৃষ্ণের। কংসের যে কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল, সেই কারাগার কৃষ্ণ জন্মভূমি মন্দির নামে পরিচিত। যমুনা নদীর তীরে ঘনজনসংখ্যা বিশিষ্ট শহর মথুরায় রয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি। দেশের রাজধানী দিল্লি থেকে ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত মথুরা নগরী। মথুরার মধ্যিখানে অবস্থিত শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির। এখানেই প্রচণ্ড অত্যাচারী রাজা কংসকে নিধন করে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগে অধর্মের নাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। মথুরায় অন্য সব মন্দিরের মধ্যে কৃষ্ণ জন্মভূমি মন্দিরে পূণ্যার্থীদের ভিড় থাকে সবচেয়ে বেশি।

কংসের কারাগারের যে কুঠুরিতে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেই ঘরটিই কৃষ্ণ জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ নামে পরিচিত। এই মন্দিরের দেওয়াল পাথরের তৈরি। কারাগারের দেওয়াল যেরকম হয়, সেরকম কঠিন পাথরের তৈরি এই মন্দিরের গর্ভগৃহ। মহাভারত অনুসারে এই দেওয়ালেই আছড়ে ফেলে দেবকীর গর্ভের সদ্যোজাত ছয় সন্তানকে হত্যা করেছিলেন কংস। মন্দির প্রাঙ্গন থেকে পুরাতাত্ত্বিক খনন কার্য চালিয়ে প্রাচীন যুগের বেশ কিছু মূর্তি উদ্ধার করেন ঐতিহাসিকরা। পরে এই কারাগারকে মন্দিরের রূপ দেওয়া হয়। প্রতি বছর লক্ষ লক্ষ পূণ্যার্থী শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করতে আসেন। জন্মষ্টমীর সময় এই মন্দির প্রাঙ্গনকে নানা ধরনের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়। জন্মাষ্টমীতে এখানে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়। মুঘল আমলে এই মন্দির প্রাঙ্গনে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দিরে হিন্দুদের পুজো দিতে বাধা দান করেছিলেন। বিভিন্ন সময় এই স্থানে উল্লেখযোগ্য মন্দির নির্মাণ করা হয়েছিল। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণের নাতির ছেলে কংসের কারাগারে কৃষ্ণের জন্মভূমিতে প্রথম মন্দিরটি স্থাপন করেছিলেন। ১০১৭ এডিতে এই মন্দির লুণ্ঠন করেন মহম্মদ গজনি। একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী মথুরা শহরের বুকে অবস্থিত অতি প্রাচীন এই মন্দির। ১১৫০ খৃষ্টাব্দে মহারানা বিজয়পাল দেবের রাজত্বে যজ্জা নামে এক কৃষ্ণভক্ত এখানে একটি মন্দির নির্মাণ করেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *