www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

October 17, 2025 4:38 pm

রাজনীতি এখন যতটা সমাজনীতি তার থেকেও বেশি ধর্মনীতি হয়ে পড়েছে।

রাজনীতি এখন যতটা সমাজনীতি তার থেকেও বেশি ধর্মনীতি হয়ে পড়েছে। একজন রামমন্দির বানালে আরেকজন জগন্নাথ মন্দির বানাবে – এটাই স্বাভাবিক। আবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেছেন, তিনি মুর্শিদাবাদে বাবাড়ি মসজিদ বানাবেন। এই প্রতিযোগিতা চলতে থাকবে। এবার দার্জিলিং জেলার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী বানাতে চলেছেন ‘মহাকালমন্দির’। বৃহস্পতিবার কলকাতায় ফেরার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দার্জিলিঙের ম্যালের মহাকাল মন্দিরের মতো সমতলে নতুন একটি মহাকাল মন্দির গড়তে চান তিনি। শিলিগুড়ির আশপাশে তার জন্য জমিও দেখতে বলে দিয়েছেন। মমতা জানিয়েছেন, ওই মন্দিরে থাকবে সবচেয়ে বড় শিবমূর্তি। আপাতত শিলিগুড়ির ওই মহাকাল মন্দির পরিকল্পনার পর্যায়ে রয়েছে। তবে শীঘ্রই তা বাস্তবায়িত করতে চান মুখ্যমন্ত্রী মমতা। প্রসঙ্গত স্মরণীয় যে আর কয়েক মাসের মধ্যেই নির্বাচন। আর উত্তরবঙ্গ মূলত বিজেপির শক্ত ঘাঁটি। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের পিছনে রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকেই।

গতকাল আমরা দেখেছি, দার্জিলিঙের ম্যালে বিখ্যাত মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে তিনি নতুন মন্দির তৈরির কথা ঘোষণা করেন। মমতা বলেছেন, ‘‘এই মহাকাল মন্দিরে অনেক বয়স্ক মানুষ এবং বিশেষ ভাবে সক্ষমেরা আসেন। তাঁদের পক্ষে এত উপরে ওঠা সম্ভব নয়। আমি জেলা প্রশাসনকে বলেছি, জিটিএ-র তরফে ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা হবে।’’ এর পরেই নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘তা ছাড়াও আমার একটা উদ্দেশ্য আছে। দিঘায় আমরা একটা জগন্নাথধাম করে দিয়েছি। রাজারহাটে একটা দুর্গাঙ্গন করছি। সেখানে ট্রাস্ট তৈরি করা আছে। জমিও চিহ্নিত করা হয়েছে। আর্কিটেকচারও আমি দেখে নিয়েছি। দার্জিলিঙের জেলাশাসককে বলেছি, শিলিগুড়ির আশপাশে একটা ভাল জমি দেখতে। সেখানে একটা কনভেনশন সেন্টার করা হবে। তার পাশেই একটা বড় মহাকাল মন্দির করব। সেখানে সবচেয়ে বড় শিবঠাকুর তৈরি করব।’’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *