www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 19, 2025 2:10 pm

বৃহস্পতিবার ছিল মন্ত্রীসভার বৈঠক। পুজোর আগে এটাই মন্ত্রীসভার শেষ বৈঠক।।

বৃহস্পতিবার ছিল মন্ত্রীসভার বৈঠক। পুজোর আগে এটাই মন্ত্রীসভার শেষ বৈঠক।। সেই বৈঠকে কতগুলো বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, কেউ যেন কোনওরকম প্ররোচনায় পা না দেন। শান্তি বজায় রাখতে সতর্ক থেকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উৎসব পালন করতে হবে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কোনওভাবেই যাতে গন্ডগোল না হয়, তার দিকে কড়া নজর রাখতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও এবিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি পুজোর সময় গরিব মানুষদের পাশে দাঁড়ানোরও বার্তা এদিন মন্ত্রীদের দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, শুধু দলের টাকায় নয়, নিজের সঞ্চয় থেকেও গরিব মানুষদের পুজোর সময় সাহায্য করতে হবে। এবং অবশ্যই পুজোর সময় তাদের এলাকায় থাকতে হবে।

এখন মহালয়ার সময় থেকেই পুজোর সূচনা হয়ে যায়। সেদিক থেকে কলকাতার পাশাপাশি জেলাতেও এখন চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। এমন আবহে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে দলের মন্ত্রী, বিধায়কদের কী করতে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিষ্কার বার্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রেখেই সকলে উৎসবে শামিল হোন। একইসঙ্গে দলীয় নেতাদের যে কোনও বিষয়ে আলপটকা মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *